Tuesday, November 4, 2025

ছেলেকে বাঁচাতে মায়ের রক্ত পরীক্ষা? পুনের পোর্সে ‘খুনে’ খুলছে জট

Date:

পুনেতে গাড়ি চাপা দিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এবার গ্রেফতার করা হল নাবালক অভিযুক্তর মাকে। পুলিশের অনুমান রক্তের নমুনা নাবালকের সঙ্গে তার মায়ের বদল করা হয়েছিল। শনিবারই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় সরকারি হাসপাতালের গোড়ায় দুর্নীতি কীভাবে ঢুকে রয়েছে, তা প্রকাশ্যে এসেছে।

পুনের সাসুন জেনারেল হাসপাতালের সিএমও শ্রীহরি হালনোর রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। হাসপাতালের ফরেনসিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অজয় তাওড়ে রক্তের নমুনা বদলের কাজ করেছিলেন। সাহায্য করেছিলেন হাসপাতালের কর্মী অতুল ঘাটকাম্বলে। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। প্রভাব খাটিয়ে সরকারি হাসপাতালে এভাবেই রক্তের নমুনা বদল করে নাবালককে মদ্যপান করেনি, বলে প্রমাণ করার চেষ্টা হয়েছিল।

কিন্তু কীভাবে রক্তের নমুনা বদল হয়েছিল? ডিএনএ পরীক্ষায় জানা গিয়েছে নাবালকের রক্তের নমুনা কোনও মহিলার সঙ্গে বদল করা হয়েছিল। শনিবার সেই সূত্রেই নাবালকের মাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান নাবালকের মায়ের সঙ্গেই রক্তের নমুনা বদল করা হয়েছিল।

এর আগে নাবালকের মা সম্প্রচারিত ভিডিওতে তাঁর ছেলেকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে তাতে তার মানসিক সমস্যা তৈরি হতে পারে। কিন্তু তদন্তের জট যত খুলছে প্রমাণিত হচ্ছে গোটা পরিবার কীভাবে নাবালক অপরাধীকে বাঁচাতে আসরে নেমেছিল।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version