Sunday, May 4, 2025

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সপ্তম তথাশেষ দফাতেও নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ভোটের হারের থেকে চূড়ান্ত ভোটের হার বেশকিছু বৃদ্ধি পেয়েছে। গতকাল, রবিবার নির্বাচন কমিশন শেষ দফায় ভোটদানের যে হার জানিয়েছিল, আজ সোমবার তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভোটবৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ। যদিও শেষ দফায় রাজ্যের যে ৯টি আসনে ভোট হয়েছে, তা ২০১৯ সালের তুলনায় কম

গত, শনিবার সপ্তম তথা শেষ দফায় দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে ভোট হয়েছে। রবিবার নির্বাচন কমিশনের তরফে এই কেন্দ্রগুলিতে ভোটের যে হার দেওয়া হয়েছিল তার গড় ছিল ৭৩.৭৯ শতাংশ। কিন্তু সোমবার নতুন করে ভোটের হার প্রকাশ করেছে কমিশন। যেখানে ভোটদানের গড় হার বেড়ে দাঁড়াল ৭৬.৮ শতাংশ। অর্থাৎ, প্রতিটি লোকসভা কেন্দ্রেই কমবেশি ১-২ শতাংশ করে ভোটের হার বেড়েছে।

একনজরে সোমবার কমিশনের দেওয়া ভোটের হার:

দমদম ৭৩.৮১
বারাসত ৮০.১৮
বসিরহাট ৮৪.৩১
জয়নগর ৮০.০৮
মথুরাপুর ৮২.০২
ডায়মন্ড হারবার ৮১.০৪
যাদবপুর ৭৬.৬৮
কলকাতা উত্তর ৬৩.৫৯
কলকাতা দক্ষিণ ৬৬.৯৫

২০২৪ সালের চূড়ান্ত ভোটের হার ২০১৯-কে টপকাতে পারল না। কারণ, ২০১৯ সালে এই ৯টি কেন্দ্রে ৭৮.৮৪ শতাংশ ভোট পড়েছিল।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version