Friday, November 7, 2025

এজেন্সির গাফিলতিতে দেশ ছেড়ে পালিয়েছে নীরব মোদি, চোকসি: আদালতের পর্যবেক্ষণ

Date:

সময় মতো গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি। যার ফলে দেশ ছেড়ে পালিয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো অপরাধীরা, মুম্বই পিএমএলএ আদালত তাঁদের পর্যবেক্ষণে জানালো। আর্থিক তছরুপ ও বিধিভঙ্গের ঘটনায় আদতে বিজেপি যে পরোক্ষভাবে দেশের অপরাধী এই শিল্পপতিদের পালিয়ে যেতেই সাহায্য করেছে, আদালতের পর্যবেক্ষণে কার্যত তারই প্রমাণ মিলল। বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই ধরনের পদক্ষেপ নিয়ে সতর্ক করে আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক অভিযুক্তের বিদেশ যাত্রার মামলার শুনানিতে অভিযুক্তর বিদেশ যাত্রার বিরোধিতা করে ইডি। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা বিচারক এমজি দেশপাণ্ডের। দেশের তাবড় অর্থ তছরুপকারী ব্যবসায়ীদের এখনও গ্রেফতার করতে না পারায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকেই কাঠগড়ায় বসিয়েছেন বিচারক।

মামলার পর্যবেক্ষণে তিনি জানান, অভিযুক্তকে বিদেশে যেতে দিলে পরিস্থিতি নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি ইত্যাদির মতো হবে। গভীরভাবে এই মামলা পর্যবেক্ষণ করে ও দুপক্ষের সওয়াল জবাব শেষে তিনি বলতে বাধ্য হন যে,”এই সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থার সঠিক সময়ে এদের গ্রেফতার না করার কারণে এই সব ব্যক্তি পালিয়ে গিয়েছেন।”

শুধুমাত্র ইডি-র মতো তদন্তকারী সংস্থার দুর্বলতাতেই দেশের বাইরে দেশের অপরাধীরা, এই অভিযোগ করেই চুপ থাকেনি আদালত। পর্যবেক্ষণে জানান হয়, প্রাথমিকভাবে ইডি এদের পাহারাছাড়া ছেড়ে রেখে দেয়। ইডি-র কাছে কোনও তথ্য থাকে না এদের বিদেশে পাড়ি, প্রমাণ লোপাট ইত্যাদি সম্পর্কে।

Related articles

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...

বাংলাদেশের ‘জুলাই বিপ্লবের’ প্রাণহানির দায় কার্যত স্বীকার হাসিনার! ওড়ালেন আর্থিক দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লবের ১৫ মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের...

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে...

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...
Exit mobile version