Sunday, November 23, 2025

ফলাফলের পরে ঘোড়া কেনাবেচা! রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন বিচারপতিদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে ঘোড়া কেনাবেচার আশঙ্কা দেশের একাংশের প্রাক্তন বিচারপতিদের। নির্বাচনের ফলাফল প্রকাশের আগের দিন সংবিধানের প্রতি কর্তব্যকে স্মরণ করিয়ে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে খোলা চিঠি দেশের অন্তত সাত প্রাক্তন বিচারপতির। ২০২৪ লোকসভা নির্বাচন সম্পন্ন করা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দেখে অসন্তুষ্ট বিচার ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তিত্বদের।

মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জিএম আকবর আলি, অরুণা জগদীশান, ডি হরিপরান্থনম, পিআর শিবকুমার, সিটি সেলভম, এস বিমলা এবং পাটনা হাইকোর্টের বিচারপতি অঞ্জনা প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠি লিখে ভোট পরবর্তী সরকার গঠন নিয়ে হস্তক্ষেপের দাবি করেন।

চিঠিতে প্রাক্তন বিচারপতিদের আশঙ্কা, যদি বর্তমান ক্ষমতাসীন দল সংখ্যা গরিষ্ঠতা না পায় তবে পরবর্তী সরকার গঠন সহজ হবে না। এমনকি সাংবিধানিক সংকট তৈরির হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। এখানেই ঘোড়া কেনাবেচার সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁরা।

সেই পরিস্থিতিতে বিচারপতিদের প্রত্যাশা রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক প্রধানের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সংবিধানের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আসন জয়ী দলকে প্রথমে সরকার গঠনে অংশ গ্রহণ করার জন্য ডাকা হবে, এমন প্রত্যাশা করেন তাঁরা।

সেই সঙ্গে নির্বাচনের শেষ ঘটনাবলির দিকে দৃষ্টি রেখে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। সেক্ষেত্রে বিচার ব্যবস্থাকে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান প্রাক্তন বিচারপতিরা।

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...