Friday, November 28, 2025

এজেন্সির গাফিলতিতে দেশ ছেড়ে পালিয়েছে নীরব মোদি, চোকসি: আদালতের পর্যবেক্ষণ

Date:

Share post:

সময় মতো গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি। যার ফলে দেশ ছেড়ে পালিয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো অপরাধীরা, মুম্বই পিএমএলএ আদালত তাঁদের পর্যবেক্ষণে জানালো। আর্থিক তছরুপ ও বিধিভঙ্গের ঘটনায় আদতে বিজেপি যে পরোক্ষভাবে দেশের অপরাধী এই শিল্পপতিদের পালিয়ে যেতেই সাহায্য করেছে, আদালতের পর্যবেক্ষণে কার্যত তারই প্রমাণ মিলল। বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই ধরনের পদক্ষেপ নিয়ে সতর্ক করে আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক অভিযুক্তের বিদেশ যাত্রার মামলার শুনানিতে অভিযুক্তর বিদেশ যাত্রার বিরোধিতা করে ইডি। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা বিচারক এমজি দেশপাণ্ডের। দেশের তাবড় অর্থ তছরুপকারী ব্যবসায়ীদের এখনও গ্রেফতার করতে না পারায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকেই কাঠগড়ায় বসিয়েছেন বিচারক।

মামলার পর্যবেক্ষণে তিনি জানান, অভিযুক্তকে বিদেশে যেতে দিলে পরিস্থিতি নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি ইত্যাদির মতো হবে। গভীরভাবে এই মামলা পর্যবেক্ষণ করে ও দুপক্ষের সওয়াল জবাব শেষে তিনি বলতে বাধ্য হন যে,”এই সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থার সঠিক সময়ে এদের গ্রেফতার না করার কারণে এই সব ব্যক্তি পালিয়ে গিয়েছেন।”

শুধুমাত্র ইডি-র মতো তদন্তকারী সংস্থার দুর্বলতাতেই দেশের বাইরে দেশের অপরাধীরা, এই অভিযোগ করেই চুপ থাকেনি আদালত। পর্যবেক্ষণে জানান হয়, প্রাথমিকভাবে ইডি এদের পাহারাছাড়া ছেড়ে রেখে দেয়। ইডি-র কাছে কোনও তথ্য থাকে না এদের বিদেশে পাড়ি, প্রমাণ লোপাট ইত্যাদি সম্পর্কে।

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...