Tuesday, August 26, 2025

এজেন্সির গাফিলতিতে দেশ ছেড়ে পালিয়েছে নীরব মোদি, চোকসি: আদালতের পর্যবেক্ষণ

Date:

Share post:

সময় মতো গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি। যার ফলে দেশ ছেড়ে পালিয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো অপরাধীরা, মুম্বই পিএমএলএ আদালত তাঁদের পর্যবেক্ষণে জানালো। আর্থিক তছরুপ ও বিধিভঙ্গের ঘটনায় আদতে বিজেপি যে পরোক্ষভাবে দেশের অপরাধী এই শিল্পপতিদের পালিয়ে যেতেই সাহায্য করেছে, আদালতের পর্যবেক্ষণে কার্যত তারই প্রমাণ মিলল। বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই ধরনের পদক্ষেপ নিয়ে সতর্ক করে আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক অভিযুক্তের বিদেশ যাত্রার মামলার শুনানিতে অভিযুক্তর বিদেশ যাত্রার বিরোধিতা করে ইডি। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা বিচারক এমজি দেশপাণ্ডের। দেশের তাবড় অর্থ তছরুপকারী ব্যবসায়ীদের এখনও গ্রেফতার করতে না পারায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকেই কাঠগড়ায় বসিয়েছেন বিচারক।

মামলার পর্যবেক্ষণে তিনি জানান, অভিযুক্তকে বিদেশে যেতে দিলে পরিস্থিতি নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি ইত্যাদির মতো হবে। গভীরভাবে এই মামলা পর্যবেক্ষণ করে ও দুপক্ষের সওয়াল জবাব শেষে তিনি বলতে বাধ্য হন যে,”এই সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থার সঠিক সময়ে এদের গ্রেফতার না করার কারণে এই সব ব্যক্তি পালিয়ে গিয়েছেন।”

শুধুমাত্র ইডি-র মতো তদন্তকারী সংস্থার দুর্বলতাতেই দেশের বাইরে দেশের অপরাধীরা, এই অভিযোগ করেই চুপ থাকেনি আদালত। পর্যবেক্ষণে জানান হয়, প্রাথমিকভাবে ইডি এদের পাহারাছাড়া ছেড়ে রেখে দেয়। ইডি-র কাছে কোনও তথ্য থাকে না এদের বিদেশে পাড়ি, প্রমাণ লোপাট ইত্যাদি সম্পর্কে।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...