Thursday, November 6, 2025

এজেন্সির গাফিলতিতে দেশ ছেড়ে পালিয়েছে নীরব মোদি, চোকসি: আদালতের পর্যবেক্ষণ

Date:

Share post:

সময় মতো গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি। যার ফলে দেশ ছেড়ে পালিয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো অপরাধীরা, মুম্বই পিএমএলএ আদালত তাঁদের পর্যবেক্ষণে জানালো। আর্থিক তছরুপ ও বিধিভঙ্গের ঘটনায় আদতে বিজেপি যে পরোক্ষভাবে দেশের অপরাধী এই শিল্পপতিদের পালিয়ে যেতেই সাহায্য করেছে, আদালতের পর্যবেক্ষণে কার্যত তারই প্রমাণ মিলল। বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই ধরনের পদক্ষেপ নিয়ে সতর্ক করে আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক অভিযুক্তের বিদেশ যাত্রার মামলার শুনানিতে অভিযুক্তর বিদেশ যাত্রার বিরোধিতা করে ইডি। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা বিচারক এমজি দেশপাণ্ডের। দেশের তাবড় অর্থ তছরুপকারী ব্যবসায়ীদের এখনও গ্রেফতার করতে না পারায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকেই কাঠগড়ায় বসিয়েছেন বিচারক।

মামলার পর্যবেক্ষণে তিনি জানান, অভিযুক্তকে বিদেশে যেতে দিলে পরিস্থিতি নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি ইত্যাদির মতো হবে। গভীরভাবে এই মামলা পর্যবেক্ষণ করে ও দুপক্ষের সওয়াল জবাব শেষে তিনি বলতে বাধ্য হন যে,”এই সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থার সঠিক সময়ে এদের গ্রেফতার না করার কারণে এই সব ব্যক্তি পালিয়ে গিয়েছেন।”

শুধুমাত্র ইডি-র মতো তদন্তকারী সংস্থার দুর্বলতাতেই দেশের বাইরে দেশের অপরাধীরা, এই অভিযোগ করেই চুপ থাকেনি আদালত। পর্যবেক্ষণে জানান হয়, প্রাথমিকভাবে ইডি এদের পাহারাছাড়া ছেড়ে রেখে দেয়। ইডি-র কাছে কোনও তথ্য থাকে না এদের বিদেশে পাড়ি, প্রমাণ লোপাট ইত্যাদি সম্পর্কে।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...