Wednesday, November 12, 2025

ফের মাঝ আকাশে বিমানের নি.রাপত্তা নিয়ে প্রশ্ন, জ.রুরি অবতরণ আহমেদাবাদে

Date:

ফের মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। নয় নয় করে গত তিনদিনে তিনবার। সোমবারও ফের একই ঘটনা ঘটল ভারতীয় বিমানসংস্থার উড়ানে। দিল্লি থেকে মুম্বইগামী উড়ান নিরাপত্তার কারণে নামিয়ে দেওয়া হল আহমেদাবাদে।জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লি থেকে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের QP1719 বিমান। ১৮৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন উড়ানটিতে। যাত্রীদের মধ্যে ছিল একটি শিশুও। দিল্লি থেকে মুম্বই যাওয়ার কথা ছিল ওই বিমানটির। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড়ানটি নিরাপদ নয় বলে জানা যায়।তড়িঘড়ি বিমানটি মুম্বইয়ের পরিবর্তে ঘুরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে। এর ফলে যাত্রীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়ায়। কারণ, কেন বিমানের তড়িঘড়ি অবতরণ তা কিছুতেই বুঝে উঠতে পারেননি যাত্রীরা। তাদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কেন বিমানটি ওড়ার পর জানা গেল যে সেটি নিরাপদ নয়?

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে,সকাল সোয়া দশটা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে আকাসা এয়ারওয়েজের বিমানটি নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে বের করে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় বিমানটিতে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। তবে যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও উড়ানে ঠিক কী ধরনের বিপদের খবর মিলেছিল, তা এখনও জানা যায়নি।

আসলে গত শুক্রবার থেকে একাধিকবার উড়ানে বোমাতঙ্ক ছড়িয়েছে। মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। কখনও শ্রীনগরগামী বিমান, কখনও বা মুম্বইয়ের বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। সপ্তম দফার ভোটগ্রহণের দিন ফের বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। রবিবার একটি আন্তর্জাতিক উড়ানেও বোমাতঙ্ক ছড়ায়। তবে কোনওক্ষেত্রেই বড়সড় বিপদ ঘটেনি।





Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version