Saturday, August 23, 2025

নারী-বিরোধী কার্যকলাপে কেন নীরব শাহ? জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব তৃণমূল 

Date:

লোকসভা ভোট মিটতেই ফের এক জওয়ানের (CRPF jawan)বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে। বিটি রোডের পাইকপাড়া এলাকার ঘটনা। ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ।
কেন্দ্রীয় বাহিনীর লাগাতার অত্যাচারের সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেসের। এদিন দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অভিযোগ, কলকাতায় এক মহিলার বাড়িতে রাতে শ্লীলতাহানি করতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান! উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এখন কলকাতা, সেন্ট্রাল রিজার্ভ প্রিডেটরি ফোর্সের এক জওয়ান এই ঘটনায় জড়িত। বারবার বাংলার মহিলাদের মর্যাদাহানি করা হচ্ছে। তৃণমূলের প্রশ্ন, কেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিআরপিএফ-এর এই ধরনের নারী-বিরোধী কার্যকলাপের মুখে নীরব?
https://twitter.com/AITCofficial/status/1797493997293973567
এদিকে ভোটের মধ্যেই একাধিকবার কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছে। ফের একই ঘটনা। অভিযোগ, জওয়ান মত্ত অবস্থায় ছিলেন। বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। এরপরেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চিৎকার শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ। ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version