Tuesday, November 4, 2025

পুলিশের মাথা ফাটানোর ঘটনা: সন্দেশখালিতে গ্রেফতার ৭ বিজেপি কর্মী

Date:

গোটা রাজ্যে যে শান্তিপূর্ণ নির্বাচনের আবহ গোটা নির্বাচন প্রক্রিয়ায় জারি ছিল, তাতে কালি লাগাতে সপ্তম দফায় সন্দেশখালিতে আগুন জ্বালায় বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজনদের গ্রেফতার করতে চাইলে পুলিশকে আটকানো থেকে পাথর ছোঁড়া, বিজেপি প্রার্থীর এগিয়ে এসে পুলিশকে হুমকি, কিছুই বাদ ছিল না সন্দেশখালিতে। পুলিশের কাজে বাধা দিতে মাথা ফাটানো হয় এসআই সাগির গাজির। সেই ঘটনায় এবার সাত বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

নির্বাচনের দিন অর্থাৎ ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির ভোলাপাড়ায় জমায়েত করে ভোটে বাধার পরিবেশ তৈরি করে। সেই সময় এসআই সাগির গাজি ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় সোমবার সাতজনকে গ্রেফতার করল পুলিশ।

সন্দেশখালিতে নির্বাচনের দিন অশান্তির ঘটনায় বিভিন্ন এলাকা থেকে এর আগেই ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নির্বাচনের দিনই গ্রেফতার হয়েছিল আরও ৫ জন। গণনার দিন নিরাপত্তা বজায় রাখতে স্পর্শকাতর পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। তার পরেও পরিস্থিতি যাতে ফলাফলের পরেও কোনওভাবে হাতের বাইরে না চলে যায়, তার জন্য চূড়ান্ত সচেতনতা রাজ্যে পুলিশের। সেই অনুযায়ী নির্বাচনে আশান্তির ঘটনায় অভিযুক্তদের আগেই শ্রীঘরে পাঠানোর কাজ করে রাখছে পুলিশ প্রশাসন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version