Saturday, May 3, 2025

“বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে”! মোদির ‘বিদায়ঘণ্টা’ বাজিয়ে আত্মপ্রত্যয়ী সোনিয়া

Date:

বুথফেরত সমীক্ষাকে ‘মোদি মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এবার ছেলের কথাতে মান্যতা দিয়েই মোদি সরকারের বিদায়ঘণ্টা বাজালেন কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বুথফেরত অধিকাংশ (Exit Poll) সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ (NDA) তৃতীয় বারের জন্য সরকার গড়ছে। সেখানে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী জোট INDIA আশানুরূপ ফল করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষাগুলি। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে সোনিয়া স্পষ্ট জানালেন, “বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে”।


তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তাঁর শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেত্রী বলেন, ‘‘অপেক্ষা করুন, আর দেখুন। আমরা খুব আশাবাদী যে, বুথফেরত সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।’’ রবিবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুথফেরত সমীক্ষাকে ‘মোদি মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছেন। বুথফেরত সমীক্ষা নিয়ে তৃণমূল, আপ, কংগ্রেস, সিপিএম-সহ একাধিক বিজেপি রিরোধী দলই সরব হয়েছে। এবার মুখ খুললেন সোনিয়া গান্ধীও।


শুধু সনিয়া নন, বুথফেরত সমীক্ষা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই সব বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বলে কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে… কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে।


Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version