Friday, December 19, 2025

ভেঙে পড়ল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

Date:

Share post:

ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল গণনা নিয়ে যখন টানটান উত্তেজনা দেশবাসীর মধ্যে তখন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানান, সুখোই Su-30MKI বিমানটি আচমকাই ভেঙে পড়ে। যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই। মাটিতে ভেঙে পড়া মাত্রই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধবিমানে।

জানা গিয়েছে, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন পাইলট ও সহ-পাইলট ৷ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যাওয়ায় বড়সড় ক্ষতি হতে পারত ৷ তবে দুই পাইলটই বিমানে আগুন ধরার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন ৷ তাঁরা সামান্য আঘাত পেয়েছেন বলে পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁদের এইচএএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিমানটি ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ৷ পরে দমকল গিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমানের অংশগুলো বর্তমানে দুর্ঘটনাস্থলের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে রয়েছে । ভারতীয় বায়ুসেনা, এইচএএল সিরিওরিটি এবং এইচএএল প্রযুক্তিগত শাখার বিশেষজ্ঞের দল ঘটনাস্থল পরিদর্শন করেন । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷





spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...