ভাঁওতায় ভুলে লগ্নি! ভোটের ফল স্পষ্ট হতেই ধস দালাল স্ট্রিটে, মাথায় হাত বিনিয়োগকারীদের

Exit Poll- এ বিজেপির তথা এনডিও জোটের বিপুল জয় দেখিয়ে আশারা ফানুস উড়িয়েছিল বিজেপি। অমিত শাহ বলে বেড়িয়ে ছিলেন, লগ্নি করুন, শেয়ার বাজার চাঙ্গা হবে। সব ভাঁওতা ফাঁস হয়ে গেল লোকসভা ভোটের ফল স্পষ্ট হতেই। মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই আর এক ঝটকায় পড়ল শেয়ার বাজার।মাথায় হাত পড়ল লগ্নিকারীদের। সেই লগ্নিকারীদের যাঁরা বিজেপি নেতাদের জুমলায় ভুলে নিজেদের টাকা বিনিয়োগ করেছিলেন। বিনিয়োগকারীদের মাথায় হাত। যেখানে Exit Poll প্রকাশ্যে আসার পরই সূচক ছিল ঊর্ধ্বমুখী সেখানে এদিন ভোট গণনা শুরু হতেই সূচকের পতন হল।ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস। বেলা যত গড়াল, ততই পতন হল সূচকের। মঙ্গলবার সকালে ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। নজিরবিহীন সোমবার ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও (Nifty) নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। কিন্তু মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হতেই পুরো ছবিটা উল্টে গেল। বেলা যত গড়াল, ততই পতন হল সূচকের। সকালে ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিটে নাগাদ সেটাই বেড়ে হয় ৪,০০০ হয়। দুপুর ১২ টা পর্যন্ত বিজেপির (BJP )নেতৃত্বাধীন এনডিএ ২৭১ আসনে এগিয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এখনও পৌঁছয়নি। তারই প্রভাব শেয়ার বাজারে।

আরও খবর: বেলা বাড়তেই ডায়মন্ড হারবারে লিড বাড়ছে অভিষেকের, গণনা কেন্দ্রের বাইরে “নাটক” বিজেপি প্রার্থীর

লোকসভা নির্বাচনের গণনা শুরু হতেই প্রাথমিকভাবে বিজেপির এগিয়ে থাকার খবর মিললেও তোমায় যত এগিয়েছে ততই বিরোধীদের সঙ্গে টক্কর বেড়েছে পদ্ম শিবিরের। এখনো পর্যন্ত বিজেপি এককভাবে ২৩৫ পেয়েছে যেখানে ম্যাজিক ফিগার ২৭২। অন্যান্য বিরোধীদের সঙ্গেও ইন্ডিয়া জোটের পরকে যোগাযোগ শুরু হয়েছে বলে খবর। এদিন সন্ধ্যাবেলায় INDIA জোটের শরিকরা মিটিং করবেন বলে খবর রয়েছে। মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রীও সদর্থক উত্তর দিয়েছেন বলে খবর। এদিন সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয় ৩.০৩ শতাংশ। তার পরে সূচক দাঁড়ায় ২২, ৫৫৭তে। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। নামিদামি কোম্পানির শেয়ার পতন হয়েছে। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা  প্রায় ২০ লক্ষ কোটি টাকা লোকসান করেছেন। সকাল ১১টা নাগাদ নিফটির পতন হয়েছে ৫.০৭ শতাংশ। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। কিন্তু বাস্তবে দেখা গেল এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত রেজাল্ট প্রকাশ্যে আসায় সেনসেক্সে বড় প্রভাব পড়েছে। এনডিএ-ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তখন সেনসেক্স নেমে আসে ৩২০৩.৮২ পয়েন্টে। নিফটি ৯৭৩.৭০ পয়েন্ট পতন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিরোধীদের চোখে প্রধানমন্ত্রী মোদির কাছের গৌতম আদানির সহযোগী কোম্পানিগুলির বিশাল পতন হয়েছে। এখন দেখার, ভোটের ফল সম্পূর্ণ হওয়ার পর কোথায় দাঁড়ায় শেয়ার বাজার!