জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালে এমবাপে, যোগ দিয়ে কী বললেন ফ্রান্সের তারকা ফুটবলার?

রিয়ালে যোগ দিয়ে এমবাপে বলেন, “ একটা স্বপ্ন সত্যি হল।

জল্পনার অবসান। অবশেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ কিলিয়ান এমবাপের। সোমবার রাতে সরকারীভাবে ঘোষণা করে রিয়াল কর্তৃপক্ষ । পাঁচ বছরের চুক্তিতে স্পেনের ক্লাবে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। গত ফেব্রুয়ারিতে এমবাপে নিজেই জানিয়েছিলেন, তিনি আর পিএসজিতে থাকতে চান না। তখন থেকেই রিয়ালে তাঁর আসা নিয়ে জল্পনা শুরু হয়। আর অবশেষে সোমবার রাতে অবশেষে রিয়ালে যোগদেন এমবাপে।

রিয়ালে যোগ দিয়ে এমবাপে বলেন, “ একটা স্বপ্ন সত্যি হল। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি এখন কতটা উত্তেজিত সেটা কারও পক্ষে বোঝা সম্ভব নয়। মাদ্রিদের সমর্থকদের দেখার জন্য তর সইছে না। আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ।“

এদিকে নিজের দেশে অলিম্পিকে নামা হবে না কিলিয়ান এমবাপের। তবে ফ্রান্স দলে তাঁকে না পাওয়ার যাবতীয় দায় রিয়াল মাদ্রিদের উপর চাপিয়েছেন কোচ থিয়েরি অঁরি। এমবাপে কয়েকদিনের মধ্যেই রিয়ালে যোগ দেবেন। আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব এমবাপেকে অলিম্পিকে ছাড়তে রাজি হয়নি বলে অভিযোগ করেছেন অঁরি।

অলিম্পিকের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স। সেই দলে এমবাপেকে রাখা হয়নি। হেড কোচ অঁরি বলেন, তিনি এমবাপেকে দলে চেয়েছিলেন। কিন্তু রিয়াল সাফ জানিয়ে দিয়েছিল যে, এমবাপে ক্লাবে যোগ দেওয়ার পর তারা তাঁকে অলিম্পিকে ছাড়বে না।

সোমবার সাংবাদিক সম্মেলন করে অঁরি ফ্রান্সের অলিম্পিক দল ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন, অলিম্পিকের ব্যাপারে রিয়াল মাদ্রিদ তাদের বক্তব্য সোজা জানিয়ে দিয়েছে। এমবাপের অলিম্পিকে খেলা নিয়ে তারা কোনও আলোচনাতেই যেতে রাজি হয়নি। প্রসঙ্গত, অলিম্পিকে খেলার ব্যাপারটা ক্লাব পলিসির উপর অনেকাংশে নির্ভর করে। অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের খেলার নিয়ম থাকলেও এর বেশি বয়সের তিনজনকে খেলার অনুমতি দেওয়া হয়। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আশা প্রকাশ করেছিলেন যে এমবাপেকে অলিম্পিকে পাওয়া যাবে। তিনি অবশ্য এও জানিয়েছিলেন, এই ব্যাপারে তাঁর সঙ্গে ফরাসি ফুটবল তারকার কোনও কথা হয়নি। এমবাপে নিজে অলিম্পিকে খেলতে আগ্রহী হলেও ব্যাপারটা তাঁর ‘এমপ্লয়ার’ অর্থাৎ ক্লাবের উপরেই ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, ওরা খেলতে দিলে ভাল। কিন্তু না দিলে আমি ওদের সিদ্ধান্তকেই সমর্থন করব।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের পুরস্কার ঘোষণা করল আইসিসি, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন বিরাট-রোহিতরা