সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের গণনা। প্রাথমিক প্রবণতায় গোটা দেশে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন NDA জোট। তবে লড়াই দিচ্ছে I.N.D.I.A. জোট। অন্যদিকে, সমস্ত বুথ ফেরৎ সমীক্ষাকে কার্যত বোকা বানিয়ে পশ্চিমবঙ্গে প্রাথমিক প্রবণতায় অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস।

এবার নির্বাচনে সন্দেশখালিকে ইস্যু করেছিল বিজেপি। ফলে গোটা রাজ্যের নজর ছিল বসিরহাট কেন্দ্রে। সন্দেশখালি বসিরহাট কেন্দ্রের মধ্যেই পড়ে। কিন্তু শুরু থেকেই এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় খোদ সন্দেশখালিতেই পিছিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভার সন্দেশখালি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল এগিয়ে ৩৪৮২ ভোটে।

