‘মমতাময়’ কংগ্রেসের সদর দফতর! ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হতেই দিল্লিতে শুধুই ‘দিদি দিদি’ স্লোগান

নির্বাচনের ফলাফল প্রকাশের পরই দিল্লিতে (Delhi) কংগ্রেসের (Congress) সদর দফতরে শুরু উৎসব। মঙ্গলবার সকাল থেকেই দেশবাসীর নজর রয়েছে ভোটের ফলাফল। ধীরে ধীরে তা প্রকাশ হতেই এনডিএ (NDA)-র ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছে INDIA। আর বিরোধী জোটের এই ফলে রীতিমতো খুশির হাওয়া কংগ্রেসের সদর দফতরে। ইতিমধ্যে সবুজ আবির মেখে জয়োল্লাসের পাশাপাশি আতসবাজি জ্বালিয়ে দিল্লিতে উৎসবের আবহে মেতেছেন কংগ্রেস কর্মী, সমর্থকরা। এদিন গণনার প্রাথমিক ট্রেন্ড প্রকাশ হতেই দিল্লিতে কংগ্রেসের দফতরে উঠল ‘দিদি দিদি’ (Didi) স্লোগান। ফলাফল প্রকাশের পর বাংলায় সবুজ ঝড় উঠতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে রীতিমতো জয়ধ্বনি শোনা গেল।

INDIA-র প্রধান মুখ তিনি। তাঁকে মুখ করেই চলতি বছর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চেয়েছিল বিরোধী জোট। যদিও মোদি-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপ্রপ্রচারকে উপেক্ষা করে প্রথম থেকেই বিরোধী জোটের জয়ের পক্ষে জোর সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি প্রথম থেকেই গর্জে উঠে বলেন, বুথফেরত সমীক্ষার সমস্ত ফলাফল উল্টে যাবে। বিরোধী জোট অপ্রত্যাশিতভাবে ভালো ফল করবে। আর মঙ্গলবার সেই ফলাফল বেরতেই বাংলা-সহ দেশের ২৩৫ আসনে এগিয়ে রয়েছে বিরোধী জোট। এদিন ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হতেই কংগ্রেসের সদর দফতরে উৎসবের মেজাজ। তবে উল্লেখযোগ্যভাবে দিল্লির সদর দফতরকেও সাজিয়ে তোলা হয়েছে। সেখানে কর্মী সমর্থকদের কিয়স্কের জায়ান্ট স্ক্রিনে এদিন যখন মমতার জয়যাত্রার ছবি সামনে আসে তখনই আনন্দে ফেটে পড়েন বিরোধী জোটের একাধিক নেতা কর্মীরা। শেষ পাওয়া খবরে, বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে ৩০ আসনে এখনও এগিয়ে রয়েছে তৃণমূল, বিজেপি এগিয়ে রয়েছে ১০ আসনে এবং অনান্যরা এগিয়ে রয়েছে ২ আসনে। এদিন বাংলার ট্রেন্ড স্পষ্ট হতেই কংগ্রেসের সদর দফতরে শুরু হয় সেলিব্রেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ওঠে “দিদি দিদি” জয়ধ্বনিও।

তবে দিল্লিতে না থাকলেও মমতার নামে যখন জয়ধ্বনি চলছে, তখন কলকাতায় কালীঘাটের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জয়ের রাস্তা প্রশস্ত হতেই দলনেত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মমতার বাড়ির সামনে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী, সমর্থকরা। দলনেত্রীর থেকে কিছু শোনার অপেক্ষায় এবং জয়ের কাণ্ডারীকে একবার চোখে দেখার ইচ্ছায় গরমকে উপেক্ষা করেও কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যে সেখানে জোরকদমে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। গণনার ট্রেন্ড যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূল প্রার্থীদের জয় শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় কালীঘাটের বাসভবনের সামনে যেখানে প্যান্ডেল বাঁধার কাজ চলছে সেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তার জন্য আর কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।