Thursday, November 6, 2025

ভোট গণনার সময় যত এগোচ্ছে ততই জয়- পরাজয়ের ছবিটা অনেকটাই স্পষ্ট হচ্ছে। প্রায় সাত ঘন্টা অতিক্রান্ত, এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলার রং আবার সবুজ। এই লোকসভা নির্বাচনে (Loksabha Election) তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev) প্রায় ১লক্ষ ৫ হাজার ৯৮৪ বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)। দুই অভিনেতার টক করে এখনও পর্যন্ত বাজিমাত টলিউডের ‘প্রধান’ নায়কের। একদিকে রাজনীতি অন্যদিকে সিনেমা ক্যারিয়ার – এবছর লোকসভা নির্বাচনে প্রথমবার লড়াই করলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তীর পরিবর্তে তাঁকে টিকিট দিয়েছিল তৃণমূল। বিকেল তিনটে পর্যন্ত যে রিপোর্ট সামনে এসেছে তাতে ১ লক্ষ ৫০ হাজার ভোটে এগিয়ে ঘাসফুলের তারকা প্রার্থী।

মমতা-অভিষেকে (Mamata Banerjee and Abhishek Banerjee) আস্থা রেখে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। এক ঝাঁক তারকা প্রার্থী এই ভোটে জোড়া ফুলের টিকিটে লড়াই করেছেন যার মধ্যে অন্যতম মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া (June Maliya)। বিকেল তিনটে পর্যন্ত পাওয়া রিপোর্ট বলছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পিছনে ফেলে ৪৬ হাজার ৩৫৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। হুগলিতে দুই অভিনেত্রীর লড়াইয়ে ৩৪ হাজার ৩৬৬ ভোটে এগিয়ে গেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান। যত সময় যাচ্ছে ততই ভোটের ব্যবধান বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। বাংলা বিনোদন জগতের সেলিব্রেটি প্রার্থীর হাত ধরেই এই কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের থেকে আসন পুনরুদ্ধারের পথে তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। বীরভূমে ৮৬ হাজার ভোটে এগিয়ে টলিউড অভিনেত্রী শতাব্দী রায় (Shatabdi Roy)। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে পিছনে ফেলে ১ লক্ষ ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ(Kirti Azad)। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) নিরাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বহরমপুরে ক্রমাগতই ব্যবধান বাড়াচ্ছেন তিনি, ৭২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। লোকসভার পাশাপাশি বরানগরের বিধানসভা উপনির্বাচনেরও গণনা চলছে, এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। দেশের নিরিখে বিজেপির টিকিটে এগিয়ে রয়েছেন তারকা প্রার্থী হেমা মালিনী (Hema Malini), রবি কিষান। প্রথম দিকে পিছিয়ে গেলেও চতুর্থ রাউন্ডের পর থেকে এখনও পর্যন্ত মান্ডি থেকে এগিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

 

Related articles

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...
Exit mobile version