Thursday, December 25, 2025

আজ ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি যাচ্ছেন বাংলার ‘ডায়মন্ড’ সাংসদ অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভাল ফল করার পর এবার ইন্ডিয়া জোটের (INDIA Allience) পরবর্তী রণকৌশল ঠিক করার পালা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার জানিয়ে দিয়েছিলেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবেন। আজ সেই জোটের বৈঠকে বাংলার তরফে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুর ১টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন ডায়মন্ড হারবারের বিজয়ী সাংসদ।

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেসের পুরনো ‘বন্ধু’ চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ (JDU) কী করবে তা নিয়ে আলোচনা চলছে। কারণ এই দুই দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে সরকার গঠনের ক্ষেত্রে।এক দশক পরে আবার একদলীয় শাসনে ইতি টানল দেশ। হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে ইন্ডিয়া। নির্বাচনে আশানুরূপ ফল করার পর মঙ্গলবার বিকেলে রাহুল গান্ধী জানিয়েছেন যে বুধবার জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। বাংলায় ২৯ আসন পাওয়ার পর তৃণমূল সুপ্রিমো তাঁর দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আজ ব্যস্ততার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে না থাকতে পারলেও অভিষেক যাচ্ছেন। দেশের নিরিখে সাত লক্ষের বেশি ভোট পেয়ে রেকর্ড করেছেন তিনি। তাই জাতীয় রাজনীতিতে আরও একবার অভিষেকের দক্ষতা প্রমাণিত। রাজনৈতিক মহলের একাংশ বলছে যেভাবে দিল্লিতে মোদি বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছিলেন অভিষেক, তাতে জোটের বৈঠকে নিজের দলের স্ট্যান্ড পয়েন্ট অবশ্যই তুলে ধরতে চাইবেন ডায়মন্ড হারবারের সাংসদ। মোদি নাকি অন্য কেউ, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন কে তার আভাস মিলতে পারে আজই।

 

spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...