Tuesday, November 18, 2025

ভোটে ভরাডুবি! এবার দিলীপকে বিধানসভার বিরোধী দলনেতা চায় বিজেপির একাংশ

Date:

বিজেপির ভরাডুবি। বাংলায় ৩০ আসন দূর, তার অর্ধেক আসনও পায়নি গেরুয়া শিবির। পরাজিত হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপির একাংশ। তাদের অভিযোগ, দলবদলু শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) অঙ্গুলিহেলনেই কেন্দ্র বদল করা হয়েছে দিলীপের। আর তাতেই বিপর্যয়।গতবার লোকসভা নির্বাচনের সময় বঙ্গ বিজেপি (BJP) দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ। সেবার ১৮ আসনে জিতেছিল গেরুয়া শিবির। শাসকদল তৃণমূলের (TMC) প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল বিজেপি। এবার উল্টো ফল! এক্সিট পোলকে ভুল প্রমাণ করে ২৯ আসনে জিতল তৃণমূল। বিজেপির ঝুলিতে মাত্র  ১২ আসন। হাতছাড়া গতবারের জেতা আসনও। ২০১৯-এর দিলীপের (Dilip Ghosh) জেতা আসন থেকে এবার তাঁকে সরিয়ে দেয় বঙ্গ বিজেপির হোমড়চোমড়রা। সেই আসন দেওয়া হয় অগ্নিমিত্র পালকে। যদিও তিনি জিততে পারেননি। আর বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন দিলীপ। ভাগ্যে শিকে ছেঁড়েনি। আর এরপরেই তীব্র ক্ষোভ বিজেপির অন্দরে। একাংশের মতে, গদ্দারদের কলকাঠি নাড়ানোতেই দিলীপের এই হাল। আবার কেউ বলছেন, বিজেপির বিপর্যয়ের জন্যেই দায়ী শুভেন্দু।

বিরোধী দলনেতার কুকথা, আকাশ ছোঁয়া ঔদ্ধত্যে বিজেপির প্রতিই বিরক্ত বাংলার মানুষ। তারই প্রতিফলন পড়েছে ইভিএমে। বিধানসভার অধিবেশনে অধিকাংশ দিনই বাইরে থেকে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু। এলাকার কথা পৌঁছননি বিধানসভায়, দলের বার্তাও দেননি সেখানে- অভিযোগ বিজেপি একাংশের। সেই কারণেই এবার দিলীপকে বিধানসভার বিরোধী দলনেতা চাইছে তারা। মেদিনীপুর থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তিনি ছিলেন বিধায়ক। সুতরাং সেই আসনে উপনির্বাচন হবে। সেক্ষেত্রে সেই কেন্দ্রে দিলীপকে প্রার্থী করুক গেরুয়া শিবির। জয়ী হলে তাঁকেই করা হোক বিধানসভার বিরোধী দলনেতা-চাইছে পদ্মষশিবিরের একাংশ।







Related articles

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড়...
Exit mobile version