Thursday, August 28, 2025

দেশের মাটিতে ১৭তম আইপিএল চলাকালীনই জানা গিয়েছিল, এ বার নতুন কোচের খোঁজে বিসিসিআই। কারণ, ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরোনোর কথা ছিল টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। যে কারণে বোর্ডের পক্ষ থেকে নতুন কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। শুরুর দিকে ভারতের নতুন কোচ হতে পারেন বলে একাধিক নাম উঠে আসছিল। শেষ অবধি গৌতম গম্ভীরকে পরবর্তী ভারতের কোচের জন্য অনেকেই এগিয়ে রেখেছেন। এ বার কোচের পদ ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ সফর শুরুর আগে নিউ ইয়র্কে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এই বিশ্বকাপই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। রাহুল দ্রাবিড় বলেছেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’

রাহুল সাফ জানিয়েছেন, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যথেষ্ট সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি ভারতীয় শিবিরে আসেনি। এ বার দেখার নিজের শেষ অ্যাসাইমেন্ট হাসিমুখে দ্রাবিড় শেষ করতে পারেন কিনা।





 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version