পাকিস্তানকে হারিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার আমেরিকার অধিনায়কের

১২ জুন টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-আমেরিয়াক।

গতকাল টি-২০ বিশ্বাকপে ঘটেছে অঘটন। পাকিস্তানকে হারিয়ে দেয় আমেরিকা। আর পাকিস্তানকে হারিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলদের। জানালেন ভারতের ম্যাচ ছাড়া এখন কিছুই ভাবছে না তারা।

১২ জুন টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-আমেরিয়াক। এই ম্যাচ নিয়ে মোনাঙ্ক বলেন, “ আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও ভাবছি না। সুপার ৮ তো অনেক দূরের কথা।”

এদিকে পাকিস্তান ম্যাচ নিয়ে আমেরিকার অধিনায়ক বলেন, “ বিরাট সাফল্য। প্রথমবার পাকিস্তানকে হারালাম আমরা। এটা দলগত সাফল্য। টস জিতে আমরা পরিস্থিতিকে কাজে লাগাতে পেরেছি। আমাদের বোলারেরা পাকিস্তানকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে। দলের জয়ে নিজে অবদান রাখতে পারায় খুশি, তবে সবচেয়ে আনন্দ হয়েছে দল জেতায়।“

আরও পড়ুন- রবিবার টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ, ম্যাচ ঘিরে তৈরি হয়েছে সংশয় , কিন্তু কেন?