এ যেন পাপের প্রায়শ্চিত্ত! বিজেপির প্রার্থী তথা গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায় হেরে যাওয়ার খুশিতে পিণ্ডদান সহ মাথা ন্যাড়া করলেন দুই প্রাক্তন বিজেপি কর্মী।

এই দুই বিজেপি কর্মী দলবল নিয়ে ত্রিবেণী ঘাটে গিয়ে মাথা ন্যাড়া করেছেন। বিক্ষুব্ধ দুই বিজেপি কর্মী হলেন শ্যামাকান্ত দাস ও নিমাই সানা। এরমধ্যে নিমাইবাবু বিজেপির সমর্থক ছিলেন। আর শ্যামাকান্তবাবু গত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে পঞ্চায়েত ভোটে বিজেপির প্রতীকে লড়েছিলেন। লোকসভা নির্বাচনের শুরুর দিকে তিনি দলীয় আলোচনা সভায় তদানীন্তন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করে দলের রোষে পড়েন। তারপরেই দলত্যাগ করেন তাঁরা।

এবার হুগলি থেকে বড় ব্যবধানে তৃণমূলের তারকা প্রার্থী রচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন লকেট। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, তৃণমূল নিজেদের সংগঠনের জোরে যেমন নিজেদের প্রার্থীকে জিতিয়ে এনেছেন, ঠিক একই ভাবে বিজেপির একটি অংশ এবার লকেটের সঙ্গে ছিল না। তাই এই বিরাট ব্যবধান।

আরও পড়ুন- ভোট মিটতেই ফের ‘নোংরা রাজনীতি’ মোদির! সংসদ ভবনের সামনে থেকে সরল গান্ধী মূর্তি, ক্ষুব্ধ বিরোধীরা
