Saturday, August 23, 2025

ভোট মিটতেই ফের ‘নোংরা রাজনীতি’ মোদির! সংসদ ভবনের সামনে থেকে সরল গান্ধী মূর্তি, ক্ষুব্ধ বিরোধীরা 

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) ফলাফল বেরতেই এবার সংসদ ভবনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মোদি সরকারের (Modi Govt)। নতুন সরকার গঠনের আগেই ফের নোংরা রাজনীতি শুরু বিজেপির (BJP)। এবার সংসদ ভবনে প্রবেশের সময় চোখে পড়বে না মহাত্মা গান্ধী, বাবাসাহেব আম্বেদকর এবং ছত্রপতি শিবাজীদের ঐতিহাসিক মূর্তি। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই মুূর্তিগুলি সরানোর কাজ শুরু হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে একযোগে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদে ঝড় তুলেছে বিরোধীরা।

বিরোধীদের অভিযোগ, মোদি-শাহের ইন্ধনে সংসদ ভবনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে। পুরনো সংসদ ভবনের দিকে এতদিন ছিল মহাত্মা গান্ধী, বাবাসাহেব আম্বেদকর এবং ছত্রপতি শিবাজী-সহ ১৪ জন মহান ব্যক্তিত্বর মূর্তি। নতুন সংসদ ভবন তৈরির সময় প্রস্তাব ছিল নতুন ভবনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে মূর্তিগুলির মুখ। কিন্তু তা না করে রাতারাতি কেন সংসদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা মূর্তিগুলি সরিয়ে ফেলা হল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নৃশংস ঘটনা।” কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ, মহারাষ্ট্র বিজেপিকে ভোট না দেওয়ায় শিবাজি ও আম্বেদকরের মূর্তি সরানো হয়েছে। গুজরাটে ক্লিন সুইপ না হওয়ায় তারা মহাত্মা গান্ধীর মূর্তি সরিয়ে ফেলল। এরপরই দেশবাসীর উদ্দেশে তাঁর প্রশ্ন, একটু ভেবে দেখুন, যদি বিজেপি ৪০০টি আসন পেত, তাহলে তাঁরা সংবিধানকেও কি রেহাই দিত?

যদিও বিরোধীদের লাগাতার চাপে পড়ে লোকসভার সচিবালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সংসদ ভবন কমপ্লেক্সে থেকে কোনও মহান ব্যক্তির মূর্তি সরানো হয়নি। বরং সেগুলো সংসদ ভবন কমপ্লেক্সের অভ্যন্তরে সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে স্থাপন করা হচ্ছে। অন্যদিকে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বেও বদল আনা হয়েছে। এখন থেকে সংসদ ভবনের নিরাপত্তা সামললাবে সিআইএসএফ। এই সিদ্ধান্তেরও তীব্র সমালোচনায় সরব বিরোধীরা।

Related articles

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...
Exit mobile version