Thursday, August 28, 2025

জম্মু ও কাশ্মীরে শুরু বিধানসভা ভোটের তোড়জোড়! আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

লোকসভা আসনগুলিতে (Loksabha Seats) ভোটের হার উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে। আর সেকারণেই এবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচনের (Assembly Election) তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দিনকয়েক আগেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরপরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন শীঘ্রই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে। সেই মতোই এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক চিহ্নের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করল নির্বাচন কমিশন। শুক্রবারই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথমে মনে হয়েছিল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটেরও নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে সুপ্রিম কোর্টও স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। সেকারণেই এবার লোকসভা ভোট মিটতেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।

২০১৪ সালে শেষবারের মতো বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীরে। কিন্তু ঠিক কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয় বিধানসভা। এরপরই ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকে উপত্যকায় আর বিধানসভা নির্বাচন হয়নি। কিন্তু তারপরেও বিধানসভা ভোট হলে আদৌ তা জম্মু ও কাশ্মীরের মানুষদের মনে সাড়া ফেলতে পারবে কী না তা সময়ই বলবে। তবে এখন নজর থাকবে কমিশন কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে সেদিকেই।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version