Friday, November 7, 2025

জম্মু ও কাশ্মীরে শুরু বিধানসভা ভোটের তোড়জোড়! আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

লোকসভা আসনগুলিতে (Loksabha Seats) ভোটের হার উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে। আর সেকারণেই এবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচনের (Assembly Election) তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দিনকয়েক আগেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরপরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন শীঘ্রই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে। সেই মতোই এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক চিহ্নের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করল নির্বাচন কমিশন। শুক্রবারই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথমে মনে হয়েছিল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটেরও নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে সুপ্রিম কোর্টও স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। সেকারণেই এবার লোকসভা ভোট মিটতেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।

২০১৪ সালে শেষবারের মতো বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীরে। কিন্তু ঠিক কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয় বিধানসভা। এরপরই ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকে উপত্যকায় আর বিধানসভা নির্বাচন হয়নি। কিন্তু তারপরেও বিধানসভা ভোট হলে আদৌ তা জম্মু ও কাশ্মীরের মানুষদের মনে সাড়া ফেলতে পারবে কী না তা সময়ই বলবে। তবে এখন নজর থাকবে কমিশন কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে সেদিকেই।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version