ভারতীয় মিডিয়ার অন্যতম পথপ্রদর্শক রামোজি রাওয়ের (Ramoji Rao) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উচ্চ রক্তচাপ জনিত কারণে শনিবার ভোর চারটে ৫০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন ৮৭ বছর বয়সী প্রযোজক তথা সংবাদ জগতের দিকপাল ব্যক্তিত্ব। নিজের এক্স হান্ডেলে শোকবার্তায় মমতা লেখেন,

‘মিডিয়া নেতা রামোজি রাও-এর মৃত্যুর খবরে আমি শোকাহত। Eenadu গ্রুপ, ETV নেটওয়ার্ক এবং অন্যতম বড় ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন তিনি। বিশেষভাবে তেলুগু এবং সমগ্র আঞ্চলিক সাংস্কৃতিক জগতের একজন মশালবাহক ছিলেন।


আমার সঙ্গে তার পরিচয় ছিল এবং অনেক ব্যক্তিগত স্মৃতি আছে: তিনি একবার আমাকে তাঁর স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলেন যেখানে আমি তাঁর সঙ্গে এবং এক রাষ্ট্র নেতার সঙ্গেও দেখা করি। এই মুহূর্ত আমার কাছে বিশেষভাবে স্মরণীয়।

আমি ওনার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।‘


Saddened to know about the demise of media leader Ramoji Rao. Founder head of the Eenadu group, ETV network and a large film city, he was a torchbearer of specifically Telugu and generally the entire regional cultural-communication world.
I knew him well, and have personal…
— Mamata Banerjee (@MamataOfficial) June 8, 2024
কৃষক পরিবারে জন্ম হওয়া রামোজির ছোট থেকেই অন্যরকম কিছু করার স্বপ্ন ছিল। সাংবাদিকতা, সাহিত্য, সিনেমা জগতে অবদানের জন্য ২০১৬ সালে ভারত সরকারের তরফে তাকে ‘পদ্মবিভূষণ’ সম্মান দেওয়া হয়। একাধিক ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এর পাশাপাশি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। মিডিয়া টাইকুন হওয়ার কারণে তেলুগু রাজনীতিতেও তাঁর প্রভাব ছিল। রামোজির চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সংবাদ তথা বিনোদন জগতের বিশিষ্টরা।
