Tuesday, May 20, 2025

নিশীথ হারতেই কোচবিহারে শুরু ভাঙন! তৃণমূলে যোগ ৯ বিজেপি নেতার

Date:

Share post:

পাঁচ বছর আগে কোচবিহার অমিত শাহের ডেপুটি হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই এবার গেরুয়া ভোটে ধস নেমেছে। জনগণ অমিত শাহের ডেপুটির উপর এবার আর আস্থা রাখতে পারে নি সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের জগদীশ বর্মা বসুনিয়ার কাছে প্রায় ৩৯ হাজার ২৫০ ভোটে হেরে গিয়েছেন নিশীথ। আর এই ঘটনার পরেই একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।

কোচবিহার লোকসভা কেন্দ্রের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। জগদীশ বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। আজ শুক্রবার জগদীশের সিতাইয়ের বাড়িতে ওই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান সহ ৯ জন সদস্য তৃণমূলের যোগ দেন।

ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা হল ১৮। সেখানে প্রাথমিকভাবে তৃণমূলের ৬ জন সদস্য ছিল। বিজেপির ৯ জন সদস্য পরে যোগ দেওয়ার ফলে এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন। জগদীশ বসুনিয়া মনে করছেন, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারা তৃণমূলেই ছিলেন। ভয় দেখিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তারা বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছেন।

কোচবিহার লোকসভা আসনের নিরিখে সাতটি বিধানসভার মধ্যে প্রায় সব বিধানসভায় ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল কংগ্রেস এবারেও নিজেদের ক্ষমতা ধরে রেখেছিল অন্যদিকে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি থেকে এই আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারে তাদের লক্ষ্য বিধানসভা নয়ে নয় আসন জেতা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান আত্ম সন্তুষ্টিতে ভুগলে হবেনা। আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া জানান , কোচবিহারের বাসিন্দাদের কাছ থেকে পরামর্শ নিয়েই উন্নয়নের কাজ করবেন।লোকসভার পরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে দলে।

আরও পড়ুন- নাচতে না জানলে উঠোন ব্যাঁকা! অধীরকে তীব্র কটাক্ষ ফিরহাদের

 

spot_img

Related articles

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...