Saturday, December 20, 2025

তৃণমূলের ৩৮ শতাংশ মহিলা সাংসদ: সংসদীয় কমিটি ঘোষণা করে জানালেন দলনেত্রী

Date:

Share post:

সারা পৃথিবীর বুকে আমি জানি না, খোঁজ নেব, তবে ভারতের বুকে আমাদের নির্বাচিত মহিলা সাংসদের ৩৮ শতাংশ- যেটা সর্বোচ্চ। শনিবার, কালীঘাটে দলীয় বৈঠকের পরে নির্বাচিত মহিলা ব্রিগেডকে পাশে নিয়ে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। এর মধ্যেও মহিলা প্রাধান্য দোলা সেন, সাগরিকা ঘোষের সঙ্গে থাকছেন ডেরেক ও’ব্রায়েন।

একনজরে সংসদীয় কমিটি-

তৃণমূল সুপ্রিমো জানান, ”বাংলার যা যা পাওনা আছে আমরা চাই সেগুলো আগে দিয়ে দেওয়া হোক। আমাদের এবার শক্তি অনেক বেশি।” একই সঙ্গে মমতা জানান, ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায় কিশানদের সঙ্গে দেখা করবে। তাঁদের ডেইলি ওয়েজ নিয়ে দাবি তুলবে।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরই মহিলাদের সবক্ষেত্রে এগিয়ে আসার বিষয় উৎসাহ ও অনুপ্রেরণা দেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে দলের টিকিট দেওয়ার বিষয়ও মহিলা মুখেই আস্থা রেখেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। আর তাতেই বাজিমাৎ। ২৯ জয়ী তৃণমূল প্রার্থীর মধ্যে ১১ জনই মহিলা। এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁদের মধ্যে ১১ জনই জয়ী। শুধু একজন- বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল জিততে পারেননি। সেই বিষয়ে নিয়েও এদিন মমতা ক্ষোভ উগরে দেন। জানান, জোর করে অবজার্ভার দিয়ে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।





spot_img

Related articles

দূষণের দোসর কুয়াশা: দিল্লিতে বাতিল ১২৯ বিমান, ব্যাহত রেল পরিষেবা

দূষণের বিষ পিছু ছাড়ছে না রাজধানী দিল্লির। সেই সঙ্গে দোসর কুয়াশা। যার জেরে ফের ভোগান্তিতে রাজধানীর বিমান যাত্রীরা।...

বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ: খালি হাতে আসা মোদিকে পাল্টা তোপ তৃণমূলের

প্রত্যেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে সফরের সময় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয় বাংলার শাসকদল তৃণমূল। নদিয়ার তাহেরপুরে ভার্চুয়াল...

অদমিত: হামলার ক্ষত বুকে নিয়ে বাংলাদেশে প্রকাশিত প্রথম আলো-ডেলি স্টার

হামলার ক্ষত বুকে নিয়ে শনিবার প্রকাশিত হল প্রথম আলো (Pathom Alo) এবং ডেলি স্টার (Daily Star)। একদিন বন্ধ...

নিরাপত্তার পাঁচিল ভেঙে গর্ভগৃহে ক্যামেরা! পুরীর জগন্নাথের নিরাপত্তা নিয়ে তুঙ্গে বিতর্ক

অন্যান্য ধর্মীয় স্থানের মতো নিয়মের বেড়াজাল রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরেও। কিন্তু ফাঁক গলে ক্যামেরা ঢুকে জগন্নাথ ধামের গর্ভগৃহে।...