Friday, August 22, 2025

বাম আমলের ঋণের (Debt) বোঝা থেকে রাজ্যকে পাকাপাকিভাবে মুক্ত করতে উদ্যোগী রাজ্য। দীর্ঘদিনের সেই ঋণ চুকিয়ে দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশ মাফিক একটি পৃথক তহবিল (Fund) গঠন করা হয়েছে। ‘কনসোলিডেটেড সিঙ্কিং ফান্ড’ (Consolidated Syncing Fund) নামক এই তহবিলের অর্থ শুধুমাত্র দেনা পরিশোধের জন্যই ব্যবহার করা হবে বলে রাজ্য অর্থ দফতর সূত্রে খবর। তবে অন্য কোনও খাতে এই তহবিলের অর্থ খরচ করা যাবে না বলেও সাফ জানিয়েছেন রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ। এই তহবিলে অর্থ যোগানোর জন্য প্রতি বছর রাজ্য বাজেট থেকে একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি বেচে যে টাকা উঠবে, তা-ও এই তহবিলে জমা পড়বে।

এদিকে যে কোনও সরকারি টেন্ডারে অংশ নিতে গেলে প্রত্যেক ঠিকাদারকে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়। তবে অধিকাংশ সরকারি সংস্থা সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেয় না। বছরের পর বছর তা ট্রেজারিতে পড়ে থাকে। আবার আদালত থেকে জামিন নিতে গেলেও বন্ড জমা দিতে হয়। সেই টাকাটাও সরকারি কোষাগারে জমা থাকে। যদিও বাজেটে তার কোনও হিসেব দেখানো হয় না। সেই টাকা খরচের উপরেও সেই অর্থে নজর রাখা সম্ভব হয় না।

তবে সরকারের সিদ্ধান্ত, এখন থেকে এই সব টাকা জমা থাকবে নতুন তহবিলে। এর জন্য নতুন একটি অ্যাকাউন্টও খোলা হচ্ছে। পাশাপাশি এই তহবিলের আয়তন বাড়াতে এখানে জমা থাকা অর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের বন্ড সিকিউরিটি ও শেয়ারে বিনিয়োগ করারও সংস্থান রাখা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য যাতে তাদের ঋণ শোধ করতে পারে সেজন্য দ্বাদশ অর্থ কমিশন এই বিশেষ তহবিল গড়ার পরামর্শ দিয়েছিল। সেই মোতাবেক এই তহবিল গঠন করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version