বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের (Bangladesh MP Anwarul Azim murder) মৃত্যুর এক মাস পর উদ্ধার হল সাংসদের হাড়! চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ভাঙ্গরের উত্তর কাশীপুরের বাগজোলা খাল থেকে বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে বলে সিআইডি (CID) সূত্রে জানা গেছে। যদিও উদ্ধার হওয়া দেহাবশেষ আনোয়ারুল আজিমের কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হাড়ের ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ টেস্ট (DNA Test) করা হবে। সনাক্তকরণের জন্য কলকাতায় আসছেন সাংসদ কন্যা।

নিউটাউনের ফ্ল্যাটে নৃশংস ভাবে খুন হন আনোয়ারুল আজিম। শুক্রবার অন্যতম মূলচক্রী সিয়াম হোসেনকে (Siyam Hossain) গ্রেফতার করার পর আজ রবিবার তাঁকে নিয়েই অভিযানে নামে সিআইডি। উদ্ধার কাছে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা দিয়ে বয়ে চলা বাগজোলা খালে নামেন সিআইডির আধিকারিকেরা। সূত্রের খবর, সেখানেই একটি ঝোপের পাশে উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়।হাড়গুলি প্রাথমিক ভাবে দেখে অনুমান, সেগুলি মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কিনা তা এখনও স্পষ্ট নয়।


এর আগে নিউটাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে কিলো পাঁচেক ছোট ছোট মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি। এবার খাল থেকে উদ্ধার হওয়া হাড় পরীক্ষা করে দেখা হবে।
