Friday, November 7, 2025

কাদায় পড়তেই বিরোধীদের অনুকরণ! বিধানসভা ভোটের আগে হরিয়ানায় নয়া ‘প্রকল্প’ চালু বিজেপির

Date:

লোকসভার (Loksabha Election) ফলে বাড়ছে অস্বস্তি! কিন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রমশই যন্ত্রণা বাড়াচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election)। কিন্তু গেরুয়া শিবিরের এমন খারাপ ফলাফলের জেরে ক্রমশই জনসাধারণের থেকে দূরে সরে যাচ্ছে বিজেপি (BJP)। লোকসভায় খারাপ ফলের কথা মাথায় রেখেই ফের ভাঁওতাবাজির রাজনীতি শুরু ডবল ইঞ্জিন হরিয়ানা সরকারের (Hariyana Govt)। বিধানসভা ভোটে নিজেদের হারানো জমি ফিরে পেতে ইতিমধ্যে রাজ্যের গরীব মানুষদের বিনামূল্যে বাস পরিষেবার (Bus Service) ঘোষণা করেছে নয়াব সিং সাইনির সরকার। ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রান্তে ‘হ্যাপি কার্ড’ (Happy Card) বিলির কাজ শুরু করেছে হরিয়ানা সরকার।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির ঘোষণা, এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই সুবিধা সবার জন্য নয়, মূলত হরিয়ানার যে সমস্ত নাগরিকের বাৎসরিক আয় এক লক্ষ টাকা কিংবা তার চেয়েও কম, তাঁরাই এই সুযোগসুবিধা পাবেন। হরিয়ানা সরকার এই প্রকল্পের নাম রেখেছে অন্ত্যোদয় পরিবার পরিবহণ যোজনা। তবে আচমকা বিধানসভা ভোট আসতেই সরকারের এমন বোধদয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটে মানুষের কাছে সমর্থন না পেয়ে গরীব মানুষকে টার্গেট করেই আস্থা অর্জনের পথে হাঁটতে বাধ্য হয়েছে বিজেপি। আর সেকারণে একের পর এক ‘ভাঁওতাবাজি’ শুরু হরিয়ানা সরকারের।

আগামী চার মাসের মধ্যে হরিয়ানায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। কিন্তু তার আগে লোকসভা ভোটে হরিয়ানায় ১০ আস্নের মধ্যে ৫টিতে কষ্টার্জিত জয় এসেছে গেরুয়া শিবিরের। বাকি ৫ আসন নিজেদের পকেটে পুড়েছে কংগ্রেস। আর কংগ্রেসের প্রতি জনসমর্থন বাড়তেই তড়িঘড়ি এই প্রকল্প চালুর ভাবনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যে গুরুগ্রাম এবং সংলগ্ন এলাকায় কার্ড বিলি করা শুরু করেছে হরিয়ানা সরকার। মোট ২৩ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্প হরিয়ানা সরকার এখন নিয়ে এলেও এর অনেক আগেই কর্ণাটকে কংগ্রেস ও দিল্লিতে আম আদমি পার্টির সরকার এই প্রকল্প চালু করে।

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...
Exit mobile version