Friday, November 7, 2025

‘শুভকামনা দিতে পারব না’, নেত্রীর বার্তার পর শপথ গ্রহণ বয়কট তৃণমূলের

Date:

অগণতান্ত্রিক. অসাংবিধানিক, বেআইনিভাবে তৈরি মোদি সরকারকে কোনও শুভকামনা দিতে পারবে না তৃণমূল। শনিবার দলীয় সাংসদ, কর্মী, নেতৃত্বদের নিয়ে বৈঠকের পরেই ঘোষণা করেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা ছিল, এই সরকার শপথ নিলেও এর মেয়াদ বেশিদিন নয়। নেত্রীর নির্দেশ মতোই তাই রবিবারের মোদি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন সে কথা।

রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যেখানে শনিবার সকাল থেকে বিদেশের অতিথিরা উপস্থিত হয়ে গিয়েছিলেন রাজধানী দিল্লিতে, সেখানে শনিবার বিকাল পর্যন্ত কোনও আমন্ত্রণ পাননি বিরোধী দলের নেতারা। অবশেষে শনিবার রাতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি ফোন করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। উত্তরে সুদীপ জানান তৃণমূলের পক্ষ থেকে শপথ গ্রহণে যোগ দেবে না। তিনি বলেন, “শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। দলই সিদ্ধান্ত নিয়েছে না যাওয়ার। সেখানে কী করে যাব।”

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “যে সরকার পুরোপুরি অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও বেআইনিভাবে গড়ে উঠছে তাকে আমরা শুভকামনা জানাতে পারব না। আমাদের শুভকামনা দেশের জন্য থাকবে। ভবিষ্যতের জন্য শুভ হোক এমন প্রত্যাশা করি।”

এরপরই শনিবার বিজেপির তরফে আমন্ত্রণ এলেও ফিরিয়ে দেয় তৃণমূল। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “সাংসদদের রেজিস্ট্রেশন করতে হয় ৫ থেকে ৯ তারিখের মধ্যে। আজই শেষদিন। তাই রবিবার হলেও খোলা রয়েছে। সেই অনুষ্ঠানে যাচ্ছি।”

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version