আমেরিকায় পৌঁছে বেসবলের ব্যাট হাতে তান্ডব সচিনের, ভাইরাল ভিডিও

রবিবার নাসাও স্টেডিয়ামে মুখোমুখি ভারত হবে পাকিস্তান

আজ টি-২০ বিশ্বকাপের ম্যাচে খেলতে নামছে ভারত-পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। আর আমেরিকায় পৌঁছে ফের ব্যাট হাতে ভারতের প্রাক্তন ক্রিকেটার। তবে ক্রিকেটের ব্যাট হাতে নয়, বেসবলের ব্যাট হাতে দাপট দেখালেন তিনি। যেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

রবিবার নাসাও স্টেডিয়ামে মুখোমুখি ভারত হবে পাকিস্তান। ঐতিহাসিক মহারণের আগে চাঁদের হাট নিউ ইয়র্কে। তবে ম্যাচের আগে সচিন তেন্ডুলকরকে দেখা গেল বেসবল ব্যাট হাতে। বল নিয়ে শাস্ত্রী। আর মার্কিন জনতার সামনে ব্যাট হাতে ছক্কা হাঁকান সচিন তেন্ডুলকর। যেই ভিডিও পোস্ট করেছে আইসিসি। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

এদিকে ভারত-পাক ম্যাচ নিয়ে সচিন বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই স্পেশাল। আমি অস্ট্রেলিয়াতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথমবার খেলেছিলাম। ওদের বিরুদ্ধে যেক’টা বিশ্বকাপ ম্যাচ খেলেছি, তার প্রতিটি উত্তেজনায় ভরপুর ছিল। এই ম্যাচও উত্তেজক হবে। আমি দু’দলকেই শুভেচ্ছা জানাচ্ছি। তবে স্বাভাবিক ভাবেই ভারত জিতলে খুশি হব।”

আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচে কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা? কী বললে নিউ ইয়র্কের আবহাওয়া ?






Previous articleসুকান্ত-র পদে দিলীপ? আশা নয়, আশঙ্কায় ভুগছেন শুভেন্দু
Next articleজর্জ টেলিগ্রাফের স্কিল ফেয়ার ২০২৪, উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা