লোকসভা নির্বাচনের পরেই অশান্তি শুরু মনিপুরে (Manipur)। নির্বাচনের ফলাফলে কার্যত বিজেপিকে বয়কট করেছে মনিপুরের মানুষ। মেইতি (Meitei) ও কুকি (Kuki) অধ্যুষিত দুই কেন্দ্রেই বড় ব্যবধানে জিতেছে কংগ্রেস। রবিবার নতুন সরকার শপথ গ্রহণ করার পরই বিজেপি সরকারের উপর হামলার ঘটনা।
সোমবার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের জিরিবাম (Jiribam) এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা ছিল। তার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য যাওয়া কনভয়ে (advance convoy) হামলা চালায় জঙ্গিরা। কাংপোকপি জেলায় জাতীয় সড়ক ৩৭-এ সকাল সাড়ে দশটা নাগাদ জঙ্গিদের অতর্কিত হামলায় জখম হয়েছেন এক জন। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আগেই অশান্ত হয়েছিল জিরিবাম জেলা। গত ৬ জুন একজনের মাথা কেটে খুনের পর জ্বালিয়ে দেওয়া হয় কমপক্ষে ৭০টি বাড়ি। এই সব নিয়ে সেখানে উত্তেজনা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে এদিন সেই এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন এন বিরেন সিং (Biren Singh)। যাওয়ার পথেই তাঁর কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকি জঙ্গি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।