গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় দল। সৌজন্যে যশপ্রীত বুমরাহ। চার ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ম্যাচের রং বুমরাহই পালটে দেন । আর বুমরাহ-এর পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। জানালেন, প্রত্যেকটা ওভারে ও যেন আরও শক্তিশালী হয়ে উঠেছিল।

ম্যাচ শেষে রোহিত বলেন, “বুমরাহর বোলিং নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। প্রত্যেকটা ওভারে ও যেন আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ওর থেকে আমরা এমনই মানসিকতা নিয়ে বোলিং প্রত্যেকটা ম্যাচে চাই। আসলে গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকেই বল হাতে বুমরাহ যেন আরও প্রতিভাধর হয়ে উঠেছে। আশা করব, ও এই ছন্দটা ধরে রাখবে।” এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ বুমরাহ অবশ্যই বোলিংকে নেতৃত্ব দিয়েছে, তবে সকলেই বল হাতে কিছু একটা করার লক্ষ্য নিয়ে নেমেছিল। সেটাই কিন্তু ম্যাচে বড় ফারাক তৈরি করে দেয়।”

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে রোহিত বলেন, “ আমাদের ব্যাটিং মোটেও ভাল হয়নি। প্রথম দশ ওভার ভাল জায়গায় থাকার পরে দরকার ছিল একটা শক্তপোক্ত জুটি তৈরি করার। সেটা হয়নি। আমি তো মনে করি, কমপক্ষে আমরা ১০-১৫ রান কম করেছিলাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে যে উইকেটে খেলতে হয়েছিল, তার চেয়ে এই পিচ বেশ ভাল। আমার মনে হয়েছিল, এমন উইকেটে কমপক্ষে ১৪০ রান তুলতে পারলেই পাল্টা লড়াই করা সম্ভব। সেখানেই কৃতিত্ব দেব বোলারদের। ওরা অসাধারণ বোলিং করেছে।“

এদিকে ১৯ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যাওয়ার পরও ৬ রানে জয়, কোন মন্ত্রে সাফল্য? তা ফাঁস করলেন হিটম্যান। রোহিত বলেন, “আমরা ভেবেছিলাম আরও বেশি রান করতে পারব। ১১৯ রান বেশি নয়। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। বোলারদের বলেছিলাম, আমরা যদি ব্যাট করতে সমস্যায় পড়ি, তাহলে ওরাও পড়বে। পিচ তো একই আছে। ওদের সহজে রান করতে দেব না। চাপে রাখব। শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিকল্পনা নিয়েই বোলারেরা বল করে গিয়েছে।”

আরও পড়ুন- বল হাতে দাপট বুমরাহের, পাকিস্তানকে হারাল ৬ রানে
