Sunday, August 24, 2025

বাংলায় ফিরেই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ঋদ্ধি

Date:

ফের বাংলায় ফিরেছেন ঋদ্ধিমান সাহা। দু’বছর ফের বাংলায় পাপালি। গত দু’বছর বাংলার ক্রিকেটে ছিলেন না ঋদ্ধি। বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন তিনি। তবে ফের বাংলায় ফিরেছেন ঋদ্ধি। খেলবেন বেঙ্গল প্রো টি-২০ লিগে। আর তার আগে জানিয়ে দিলেন সুযোগ পেলে বাংলার হয়ে রঞ্জিট্রফিও খেলতে চান।

আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলবেন ঋদ্ধি। অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ার পরেই পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস। অভিমন্যুর জায়গায় খেলবেন ঋদ্ধিমান। আর সেই ম্যাচে নামার আগে বাংলার পাপালি বলেন, “ মাঝে দু’বছর ছিলাম না। আবার ফিরে এসেছি। যদি সুযোগ পাই বাংলার হয়ে ভাল খেলার চেষ্টা করব। ”এরপর ঋদ্ধি আরও বলেন, “ বাংলা ছেড়ে চলে গেলেও সব সময় চেয়েছি বাংলা ভাল খেলুক। কারণ, এখানেই আমাদের জন্ম, বড় হওয়া। আমি আর সুদীপ ত্রিপুরায় গেলেও সারাক্ষণ বাংলার ক্রিকেটের খবর রাখতাম। বাংলার সকলের সঙ্গে যোগাযোগ খুব ভাল ছিল। ওখানে চলে যাওয়ার মানে এই নয়, সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বাংলা-ত্রিপুরা খেলার সময়ও সকলের সঙ্গে দেখা হত, গল্প হত। শুধু আমরা অন্য সাজঘরে থাকতাম। বাংলা শেষ কয়েক বছর খুব ভাল খেলেছে। আশা করছি আগামী দিনে দলের সাফল্যে আমরা সাহায্য করতে পারব। তবে এখন আমার লক্ষ্য বেঙ্গল প্রো টি-২০ লিগে ভাল খেলা। এখানে সুদীপ অধিনায়ক। লক্ষ্মীদা আছে। আরও অনেকে আছে। সবাই মিলে ভাল খেলার চেষ্টা করব। প্রথম লক্ষ্য নক আউট পর্যায়ে ওঠা। তার পরে সেখান থেকে সামনের দিকে তাকাব।“

এদিকেব তাঁর বাংলায় ফিরে আসার কৃতিত্ব দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির’র প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এই নিয়ে ঋদ্ধি বলেন, “বাংলায় ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আমার বাংলায় ফেরার পিছনে আমার স্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সবচেয়ে বেশি।“

আরও পড়ুন- ইতি হাবাস জমানা, মোহনবাগানের নতুন কোচ মোলিনা


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version