Monday, August 25, 2025

গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তার তাৎপর্যের পরিপ্রেক্ষিতে দেশ বাঁচাও গণমঞ্চ কিছু প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে উপস্থাপন করল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে ২০ দফা দাবি এনডিএ সরকারের জন্য পেশ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু, সুদেষ্ণা রায়, রুন্তিদেব সেনগুপ্ত,, সুমন ভট্টাচার্য, অনন্যা চট্টোপাধ্যায়, প্রসূন ভৌমিক সহ অন্যান্যরা।

তাদের দাবিগুলির মধ্যে অন্যতম এনআরসি, সিএএ, পিএমএলএ বাতিল করতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যাবে না। রাজ্য সরকারের কাজে রাজ্যের অনুমতি ছাড়া অযাচিতভাবে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তদন্তের অজুহাত দেখিয়ে বিরোধী দলের নেতাদের ইডি সিবিআই হেফাজতে নিয়ে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে । তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

রাজ্যের বকেয়া অর্থ আটকে রাখা যাবে না, পিএম কেয়ার ফান্ডের টাকার হিসেব দিতে হবে। ভুয়ো নির্বাচনী সমীক্ষা করিয়ে শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে কারা চলে গেল তার তদন্ত চেয়েছেন তারা। নির্বাচনী বন্ড কেনার পরিবর্তে কোন সংস্থাকে কোন কোন সরকারি বরাত দেওয়া হয়েছে তার তদন্তের দাবি জানানো হয়েছে। নিট পরীক্ষা দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত করতে হবে। রাজ্যপালদের তরফ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক দলকে মদত দেওয়া বন্ধ করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, দলিত এবং জনজাতিদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। মহিলাদের বিরুদ্ধে কোনওরকম অশালীন মন্তব্য বা অশালীন আচরণ যদি কোনও জনপ্রতিনিধি করেন, তাহলে তার জনপ্রতিনিধি পদ বাতিল করার আইন আনতে হবে। সংগঠনের দাবি, এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশ বাঁচাও গণমঞ্চ অশুভ শক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাবে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version