সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা NEET- বিরাট দুর্নীতি! প্রতিবাদে পথ TMCP

NEET-ডাক্তারির (Medical) প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশে কারচুপি করে দেশজুড়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা। প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্যাল সেল।৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই নিট পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যেখানে ৭২০ নম্বরে ৭২০ পেয়ে দেশজুড়ে প্রথম হয়েছে মোট ৬৭ জন পরীক্ষার্থী। আর এখানেই কারচুপির অভিযোগ তুলেছেন বহু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। নম্বর নিয়ে কেলেঙ্কারির অভিযোগে সরব হয়েছে তৃণমূল- সহ অন্যান্য বিরোধীরা। প্রশ্ন উঠছে, যেখানে বিগত বছরগুলিতে ৭২০-তে ৭২০ পেয়ে প্রথম হয়েছিলেন হাতেগোনা কয়েকজন, সেখানে একইসঙ্গে ৬৭ জন কীভাবে প্রথম হয়? পাশাপাশি, যেখানে নিট পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ৪ নম্বর এবং উত্তর ভুলে ৫ নম্বর কাটা যায়, সেখানে ৭১৮ কিংবা ৭১৯ পেয়ে পরীক্ষার্থীরা দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে কী করে? গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এদিন পথে নামে তৃণমূলের ছাত্র পরিষদ (TMCP)।