Tuesday, August 26, 2025

কোচবিহারে বিজেপির ভাঙন অব্যাহত, ফের বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে

Date:

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহারে হারতে হয়েছে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর জেলার একমাত্র লোকসভায় হারের পর থেকেই কোচবিহারে গেরুয়া শিবির কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক লেগেছে। প্রধান, উপ-প্রধান সহ একের পর সদস্য পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন। রাতারাতি গেরুয়া পঞ্চায়েতে হয়ে যাচ্ছে সবুজ।

সেই তালিকায় নয়া সংযোজন ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি।কোচবিহার উত্তর বিধানসভার ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে আজ, বুধবার ৩ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ফলে এখানে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১২। আর বিজেপিতে থাকল ১১ জন।

অন্যদিকে, মাথাভাঙাতেও এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপির ২জন পঞ্চায়েত সদস্য। মাথাভাঙা-২ ব্লকের বড়শৌলমারি গ্রামপঞ্চায়েত এলাকার দু’জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। আজ, বুধবার কোচবিহারে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে দলবদলের ঘটনা চলছে মাথাভাঙা-২ ব্লকে।

এর আগে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্যের মধ্যে প্রধান সহ ৫ জন যোগ দেন তৃণমূলে।।দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে।

ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পর ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্যের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়।

দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০। ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন।

 

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version