স্পিকারের পরে এবারে ডেপুটি স্পিকার নিয়েও চাপে কেন্দ্রের নবনির্বাচিত এনডিএ সরকার। একে তো স্পিকারের (Speaker) পদ চেয়ে বসে আছে শরিক TDP। এদিকে নীতীশের JDU-ও পদ নিয়ে দর কষাকষিতে আছে। এই পরিস্থিতিতে এখন বিরোধী জোট- INDIA ডেপুটি স্পিকারের (Deputy Speaker) জন্য দাবি জানাবে। ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে ২৪ জুন। ২৭ জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন। শেষ হবে ৩ জুলাই। এই অধিবেশনেই লোকসভায় স্পিকার নির্বাচন হবে। “জিসকা স্পিকার, উসকি সরকার”- এই প্রচলিত কথা মেনেই ঝাপাচ্ছে জোট শরিকরা। গত লোকসভায় ডেপুটি স্পিকারের পদ শূন্য ছিল। এবার সেই পদের দাবি নিয়ে সরব হতে প্রস্তুতি নিচ্ছে INDIA। নিয়ম অনুযায়ী, পদটি পায় বিরোধীরা।
“জিসকা স্পিকার, উসকি সরকার”-এই প্রচলিত কথা মেনেই এনডিএ শরিকদের মধ্যে যখন দর কষাকষি চলছে, তখন ডেপুটি স্পিকারের দাবির জন্য তৈরি হচ্ছে বিরোধী জোট। ডেপুটি স্পিকার (Deputy Speaker) পদ একটি সাংবিধানিক পদ। নিয়ম অনুসারে, এটি বিরোধীদের কাছে যায়। এটিও একটি নির্বাচিত পদ। আগে স্পিকার নির্বাচনে এক সপ্তাহের মধ্যে ডেপুটি স্পিকারও নির্বাচন করা হত। কিন্তু গত লোকসভায় সেটা হয়নি। কিন্তু ২০১৯-এর এনডিএ সরকারের সঙ্গে ২০২৪-এর কেন্দ্রীয় সরকারের অনেক ফারাক। গতবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল মোদি সরকার। ফলে সংখ্যাতত্ত্বের জোরে বিরোধী শিবির সেভাবে গুরুত্ব না দিয়ে অসংসদীয় উপায়ে পাশ হয়েছে একের পর এক জনবিরোধী বিল। তবে এবার ২৩৪ আসন নিয়ে সংসদের বিরোধী আসনে বসবে INDIA। সেই কারণে ডেপুটি স্পিকারের পদের দাবি জানাবে বিরোধী জোট। যদি তাদের সেটা না দেওযা হয়, তবে ভোটাভোটির পথে যেতে হবে। সেক্ষেত্রে INDIA-র সঙ্গে হাত মেলাতে পারে টিডিপি-জেডিইউ। সেক্ষেত্রে এনডিএ-র জোট ভেঙে লোকসভায় না সমীকরণের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, কেন্দ্রে নড়বড়ে সরকার বেশি দিন টিকবে না। ডেপুটি স্পিকার পদ নেই সেই অস্থিরতার শুরু হতে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান,
• ১০ দিনের এই সংসদ অধিবেশনের প্রথম ৩ দিন নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন, নিজেদের পরিচয় দেবেন।
• ২৭ জুন সংসদে হবে রাষ্ট্রপতির ভাষণ। সেখানে আগামী ৫ বছরে সরকারের পরিকল্পনা কী, তার রূপরেখা তুলে ধরবেন দ্রৌপদী মুর্মু।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন। প্রধানমন্ত্রীর ধন্যবাদ প্রস্তাবের পাল্টা বিতর্কে অংশ নেবে বিরোধীরা।
• স্পিকার নির্বাচন হবে।