Friday, January 9, 2026

অবশেষে গরমের হাত থেকে পাকাপাকিভাবে মুক্তি, জামাইষষ্ঠীতেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

জামাইষষ্ঠীতে বড়সড় হাওয়া বদলের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হতে পারে বৃষ্টি। তবে বুধবারও যে অস্বস্তিকর গরম থাকতে পারে শহর কলকাতায় (Kolkata) তার এদিনও স্পষ্ট করেছে হাওয়া অফিস। তবে এদিন বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনাও কম।

এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় এদিন রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের মতো অস্বস্তিকর অনুভূতি হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে হতে পারে ঝড়-বৃষ্টি। শুক্রবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে।
বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।

বুধবার সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে এদিন বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর। আর বৃহস্পতিবার থেকেই কলকাতা -সহ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। এদিন অর্থাৎ বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

তবে বুধবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...