কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের (Kuwait Fire incident) ঘটনায় মৃত বেড়ে ৪১, যার মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছেন বলে জানা গেছে। আহত কমপক্ষে ৫০। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে গভীরভাবে মর্মাহত, যা ইতিমধ্যে ৪০ জনেরও বেশি প্রাণ নিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি দিল্লিতে আমার মুখ্য সচিব এবং আবাসিক কমিশনারকে নির্দেশ দিয়েছি যাতে কুয়েতে পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত লোকদের সুস্থতা সম্পর্কে জেনে এবং জরুরী ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ করার জন্য বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হয়।’

Deeply shocked to know about the devastating fire incident of Kuwait, which has already taken a toll of more than 40 lives. My condolences to the bereaved families.
I have instructed my Chief Secretary and Resident Commissioner in Delhi to be in constant touch with Ministry of…
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2024
প্রাথমিক ভাবে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পড়ে এই সংখ্যাটা বেড়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি লেখেন ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের রাষ্ট্রদূত ওই ক্যাম্পে গিয়েছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। দুঃখজনকভাবে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।’

Deeply shocked by the news of the fire incident in Kuwait city. There are reportedly over 40 deaths and over 50 have been hospitalized. Our Ambassador has gone to the camp. We are awaiting further information.
Deepest condolences to the families of those who tragically lost…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 12, 2024
ইতিমধ্যেই কুয়েতের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা (Adarsh Swayika)হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ওই ভবনে ভারতীয় শ্রমিকরা থাকেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। গোটা বহুতল ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ যত বেলার গড়াতে থাকে আগুন গোটা বহুতলে ছড়িয়ে পড়ে, আটকে পড়েন অনেকে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।
