Wednesday, August 20, 2025

মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

Date:

মোদি জমানায় গোটা বিশ্বে খালিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এখন এমন হয়ে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদির সফরের সঙ্গে তাঁদের প্রতিবাদ প্রকট হয়ে উঠছে। এবার ইতালিতে খালিস্তানি হামলার শিকার মহাত্মা গান্ধীর মূর্তি। উদ্বোধনের কিছুক্ষণের মধ্যে মূর্তি ভাঙল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্গে খালিস্তানি হুমকিও দেওয়া হল নিজ্জর খুনের প্রসঙ্গে। ঠিক একদিন পরেই দেশে জি-সেভেন সামিট শুরু হবে। সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদিও। তার আগে যেন ভারতের নজর কাড়তেই এই হামলা চালালো জঙ্গিগোষ্ঠী।

বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় দক্ষিণ ইতালির ব্রিনদিশি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরেই বুধবার মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে ইতালির প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানি দুষ্কৃতীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তানি হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়।

১৪ জুন থেকে ইতালিতে শুরু হচ্ছে জি-সেভেন সামিট। সেখানেই যোগ দেবেন নরেন্দ্র মোদি। কার্যত তাঁর দৃষ্টি আকর্ষণ করতেই এই হামলা, দাবি রাজনীতিকদের। ইতালি প্রশাসনের পক্ষ থেকে ভারত সরকারকে গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বাণি রাও। সেই সঙ্গে ইতালি প্রশাসনকে দুষ্কৃতীদের গ্রেফতার ও দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এমনটাও জানান।

তবে মোদির সফরে খালিস্তানি সন্ত্রাস এই প্রথম নয়। ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী নারায়ণ মন্দিরে দেওয়াল লিখন হয় মোদির সফরের আগেই। এমনকি বিদেশে মহাত্মার মূর্তি ভাঙাও প্রথমবার নয়। গত বছর কানাডায় খালিস্তানিদের উপদ্রব বাড়ার পরে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেও খালিস্তানিরা গান্ধী মূর্তি ভেঙেছিল।

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version