Thursday, November 6, 2025

যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার মৃত্যুর মুখে ৮০০০ শিশু, WHO-র রিপোর্টে চাঞ্চল্য!

Date:

সময় গড়ালেও যুদ্ধ যেন পিছু ছাড়ছে না! ইজরায়েলি সেনার দাপটে ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা (Gaza Strip)। মুহুর্মুহু হামলার জেরে একেবারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে হাসপাতাল। একের পর এক হাসপাতাল। এমন পরিস্থিতিতে ভয়ঙ্কর তথ্য সামনে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গাজা ভূখণ্ডে বিনা চিকিৎসা এবং অনুষ্টিজনিত কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কমপক্ষে ৮ হাজার প্যালেস্টাইনি শিশু (Palestine Children)! এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম। এমন তথ্য সামনে আসতেই রীতিমতো দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। শিশুদের অবস্থা এতটাই সঙ্কটজনক যে তাদের খাওয়ার জন্য যেমন কোনো ওষুধ নেই তেমনি চিকিৎসার জন্য নেই কোনও হাসপাতাল। এখন শুধু মৃত্যুকে সামনে থেকে দেখা ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই।


ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছনোর আবেদন জানিয়েছে তেল আভিভের কাছে। হু-র তরফে সাফ জানানো হয়েছে, একেবারে বিপর্যয়ের কিনারায় পৌঁছে গিয়েছে গাজা। অবিলম্বে যুদ্ধবিরতি না হলে শিশুমৃত্যুর মিছিল দীর্ঘতর হবে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। কিন্তু কতদিনে এই পরিস্থিতি বদল হয় সেদিকেই নজর থাকবে বিশ্বের।


দিন কয়েক আগেই রাষ্ট্রসংঘের এক পরিসংখ্যানে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা গিয়েছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতেও যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে বছরভর গাজা ভূখণ্ডে নিহত প্যালেস্টাইনি শিশুর সংখ্যা। এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হয়েছে সেখানে। ইতিমধ্যে সেই সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছে গিয়েছে।


Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version