Sunday, May 18, 2025

বাণিজ্য সম্মেলনের প্রসারে এবার রাজ্যে শপিং ফেস্টিভ্যাল, অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার অর্থনীতিকে নতুন দিশা দেখাতে অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন পর্যন্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করতো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal), যেখানে বিভিন্ন শিল্পপতিরা আসতেন এবং ব্যবসার প্রসার নিয়ে নানা আলোচনা হতো। এবার BGBS-এর পরিবর্তে দুবাইয়ের ধাঁচে বাংলায় শপিং ফেস্টিভ্যাল হতে চলেছে। বৃহস্পতিবার নবান্ন (Nabanna) সভাঘরের শিল্প বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের ২০-২৬ সেপ্টেম্বর দুবাইয়ের ধাঁচে এই শপিং ফেস্টিভ্যাল (Shopping Festival) হবে। ধীরে ধীরে বাংলার জেলাগুলিতেও ফেস্টিভ্যাল ছড়িয়ে যাবে।

এই বাণিজ্য পসরায় বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ড অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এরাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পক্ষেত্রে কোথাও কোনওরকম গন্ডগোলের চেষ্টা কেউ করলে তা রেয়াত করা হবে না। প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন না হওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্তে সাত দফার ভোট প্রায় তিন মাস ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এতে সব কিছুই স্তব্ধ হয়ে গিয়েছে। বিজিএসের মতো এতো বড় মাপের একটি শিল্প সম্মেলন করতে গেলে অনেক আগেই প্রস্তুতি সেরে রাখতে হয়। নির্বাচনের কারণে সেই সময় বা সুযোগ পাওয়া যায়নি । তাই এবছর বিজিবিএস নয়, বরং শপিং ফেস্টিভ্যাল হবে। মুখ্যমন্ত্রীর (CM) এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিল্পমহল। তারাও এবিষয়ে সহমত পোষন করেছে যে লম্বা নির্বাচনী প্রক্রিয়ার কারণে সব থমকে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বড় শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও গুরুত্ব দিয়ে থাকেন। এই ক্ষেত্রটি যাতে আলাদা গুরুত্ব পায় তার জন্য তিনি নানা স্কিম তৈরি করেছেন। এই শপিং ফেস্টিভ্যালে MSME সেক্টরে সমান গুরুত্ব পাবে। কলকাতার পাশাপাশি সবকটি জেলাতেও শপিং ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া গেলে বাংলার অর্থনীতির চালচিত্রটাই বদলে যাবে। তার কারণ, যত বেশি ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থা বা ব্র্যান্ড এতে যুক্ত হবে তত বেশি করে রাজ্যের প্রান্তিক মানুষের কাছে পৌঁছনো যাবে। স্বাভাবিকভাবে অর্থনীতির নিময় মেয়ে টাকা রোলিং হবে। আরও চাঙ্গা হবে বাংলার অর্থনীতি। একদিকে যেমন মানুষের হাতে পণ্য আসবে একইসঙ্গে উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িতে লক্ষ লক্ষ কর্মী উপকৃত হবেন। এই প্রস্তাবে সায় দিয়েছে বণিকসভাগুলিও। কারণ, এই ধরনের ফেস্টিভ্যালে জেলাভিত্তিক বণিকসভার গুরুত্ব অপরিসীম। এতে ব্যবসা বাড়বে। নতুন উদ্যোগপতি তৈরি হবে। কর্মসংস্থান বাড়বে। আখেরে লাভবান হবেন এরাজ্যের অজস্র যুবক-যুবতী।

সেপ্টেম্বরের বিশ্ববাণিজ্য মেলাপ্রাঙ্গনে এই শপিং ফেস্টিভ্যালের প্রস্তুতিতে এখনই নেমে পড়ছে রাজ্য সরকার। ডব্লুবিডিআইস তার মতো করে ভূমিকা পালন করবে। সেইসঙ্গে রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) গোটা প্রক্রিয়াটির সঙ্গে জুড়ে থেকে সব দিক লক্ষ্য রাখবেন। কারণ শিল্পমহলের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বজনবিদিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডিকশনারিতে ‘না’ বলে কোনও শব্দ নেই। দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া ও সময়ের অভাবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মতো মেগা শিল্পসম্মেলন করা সম্ভব না হলেও বাংলার শিল্প-মানচিত্রে নতুন দিগন্ত খুলে দিলেন তিনি। সেইসঙ্গে তাঁর চিরাচরিত প্রথা মেনে তিনি এক্ষেত্রে জড়িয়ে দিলেন গোটা বাংলাকেই।

 

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...