Thursday, August 28, 2025

নিউটাউন রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন নিতে আজ, বৃহস্পতিবার সকালে বারাসত জেলা আদালতে যান চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন সকাল ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে পৌঁছে যান সোহম। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অভিনেতা জানান, পুরো বিষয়টি বিচারাধীন। তাঁর আইনজীবীই যা বলার বলবেন। সোহমের কথায়, ‘‘এখনই কোনও মন্তব্য আমি করব না। পুরো বিষয়টি বিচারাধীন।’’ এরপর বেলা ১ টা নাগাদ সোহমের আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।

গত ৭ জুন নিউটাউনের এক রেস্তরাঁয় শুটিং চলাকালীন পার্কিং নিয়ে বচসায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মালিককে মারধরের অভিযোগ ওঠে। যদিও সোহম ঘটনার পর ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও স্বস্তি মেলেনি অভিনেতার।

রেস্তরাঁয় বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও কাজ না হওয়ায় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক। তাঁকে হুমকির মুখেও পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনাটিতে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামিকাল, শুক্রবার হাইকোর্টে উঠবে এই মামলা। তার আগে এই আগাম জামিন তৃণমূলের তারকা বিধায়ককে যে স্বস্তি দিল, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version