তিন মাসের জন্য বন্ধ থাকবে রাজ্যের সব জাতীয় উদ্যান-অভয়ারণ্য, বিজ্ঞপ্তি জারি বনদফতরের

আগামী রবিবার ১৬ জুন থেকে রাজ্যের সব ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তিন মাসের জন্য থাকবে। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পযর্ন্ত বন্ধ থাকবে অভয়ারণ্যগুলি বন্ধ থাকবে। এই সময়ে পর্যটকদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইসময় জঙ্গল সাফারি ও হাতি সাফারিও বন্ধ থাকবে বলে বন দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে।

উল্লেখ্য প্রতি বছরই বর্ষাকালে রাজ্যের ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলি বন্ধ রাখা হয়। মূলত অঙ্কুরোদগম, বন্যপ্রাণের মিলন ও বংশবৃদ্ধির সময় হিসাবে বর্ষাকালে বনাঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে বনদফতর।

আরও পড়ুন- রাজ্যের কোন স্কুলে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে? তথ্য চাইল হাইকোর্ট

 

 

Previous articleবিবর্তন: মাদকাসক্ত বন্দিদের সুস্থ করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে বিশেষ ইউনিট চালু
Next articleআক্রান্তেও ‘আমরা-ওরা’ রাজ্যপালের! চিঠি মুখ্যমন্ত্রীকে