Tuesday, December 16, 2025

বাংলায় ‘বিজেমূল’ তত্ত্বের প্রচারই ডুবিয়েছে বামেদের! ‘শূন্যে’র ব্যাখ্যায় সাফ জানালেন দীপঙ্কর

Date:

নির্বাচনের অনেক আগেই বলেছিলেন- বিরোধী নির্দিষ্ট করতে হবে। জানতে হবে বড় শত্রুকে তার বিরুদ্ধেই লড়াইয়ের বার্তা দিতে হবে। এক্ষেত্রে বিজেপিই প্রধান বিপক্ষ। তাদেরকে নিশানা করতে হবে। সিপিআইএমএল-লিবারেশনের (Communist Party of India (Marxist–Leninist) Liberation) সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের (Dipankar Bhattcharya) এই ভবিষ্যবাণী কাল দেননি আলিমুদ্দিনের নেতারা। গালভরা ‘বিজেমূল’ তত্ত্ব আওড়ে গিয়েছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। এবারও শূন্য। অথচ টার্গেট নির্দিষ্ট করে লড়ে বিহারে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে দীপঙ্করের দল। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কলকাতায় এসে ফের রাজ্য সিপিআইএম তথা বামফ্রন্টের ‘শূন্যতা’র ব্যাখ্যা দিলেন সিপিআইএমএল-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাঁর স্পষ্ট মত, ‘বিজেমূল’ আর ‘সেটিং‘তত্ত্ব থেকে বেরিয়ে না এলে বাংলায় বামেদের শূন্যতা ঘুচবে না।এবারের লোকসভা নির্বাচনে বিহারে ৩টি আসনে প্রার্থী দিয়ে ২টি আসনেই জয় পেয়েছে সিপিআইএমএল লিবারেশনের। বিহারের গত বিধানসভা নির্বাচনেও ১২টি আসনে জয়ী হন লিবারেশনের প্রার্থীরা। কলকাতায় এসে বামফ্রন্টের শূন্য নিয়ে যথেষ্ট চিন্তা ব্যক্ত করেন দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattcharya)। তাঁর কথায়, বিজেপি সম্পর্কে সিপিএম নিজের অবস্থান না বদলালে বাংলায় শূন্য থেকে মহাশূন্যের পথে চলে যাবে দল। দীপঙ্কর সাফ জানান, “বিজেমূল তত্ত্ব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে পারে, কিন্তু বাস্তবে তা বিরূপ প্রতিক্রিয়াই তৈরি করে।“

বঙ্গে BJP-র ভরডুবি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিপিআইএমএল লিবারেশনের (Communist Party of India (Marxist–Leninist) Liberation) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু বামেরা এরাজ্যে দ্বিতীয় স্থানে উঠে আশতে না পারায় সিঁদুরে মেঘ দেখছেন তিনি। কারণ, দীপঙ্করের মতে, কোনও রাজ্যে দীর্ঘদিন ধরে যদি বিজেপি দ্বিতীয় স্থানে থেকে যায় তাহলে এক না একদিন সেই ওয়েটিং লিস্ট কমফার্ম হবেই। কালের নিয়মে তারা ক্ষমতায় আসবে। যেমন ওড়িশা বা ত্রিপুরায় হয়েছে। তাই বিজেপিকে প্রধান বিরোধী আসন থেকেও গেরুয়া শিবিরকে উৎখাত করার ডাক দেন দীপঙ্কর।

বিহারে তাঁর দল পারলেও ৩৪ বছর ক্ষমতায় থাকলেও কেন আর ঘুরে দাঁড়াতে পারছে না বামপন্থীরা? দীপঙ্কর মনে করেন, “বিজেপিকে আর পাঁচটা রাজনৈতিক দলের মতো করে দেখাই সিপিআইএমের সবচেয়ে বড় ভুল। বিজেপি আর তৃণমূলকে (TMC) এক সঙ্গে নিশানায় রেখে  প্রচার, বিজেমূল তত্ত্ব, সোশ্যাল মিডিয়ায় শুনতে ভালো লাগে। কিন্তু বাস্তবে তা বিরূপ প্রতিক্রিয়াই তৈরি করে।“ একই সঙ্গে সিপিআইএমএল নেতা মতে করেন, “গ্রাম, কৃষক, গরিব“ এই তিনই ছিল সিপিএম তথা বামেদের জনসমর্থনের ভিত্তি। কিন্তু সেই জায়গা থেকে অনেক সরে গিয়েছে তারা। এখন আর সেই সব প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে পারছেন না আলিমুদ্দিনের নেতারা। তাঁর কথা, “বিজেপিকে হারাতে সক্ষম-সিপিএম এই বার্তা দিতে পারলে তবেই মানুষ তাদের ভরসা করবে।“ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে- এই ধরনের দাম্ভিকতা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের পাশে গিয়ে আন্দোলন করতে হবে। অর্থাৎ বাংলার মানুষ তৃণমূল বিরোধিতা ভালো চোখে দেখছে না।

তবে, দীপঙ্করের মতকে বিশেষ পাত্তা দিচ্ছে না বঙ্গ সিপিআইএম নেতৃত্ব। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কিছুটা কটাক্ষ করেই বলেন, “ওঁর আশঙ্কা, আতঙ্ক, ভয়, পরামর্শ শুনলাম। প্রতিটি নির্বাচনের পর আমরা ফলাফল নিয়ে পর্যালোচনা করি। এবারও করছি।“ তবে দীপঙ্করের মতে যে সবটা ফেলে দেওয়ার নয়, সেটাই স্বীকার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক।





Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version