Friday, November 28, 2025

সোহমের মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত করবে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার আক্রান্ত রেস্তোরাঁ মালিক আনিসুল আলমের আবেদনের ভিত্তিতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সঙ্গে মামলাকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৪ জুলাই তদন্ত কতদূর এগলো তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাই কোর্টে।গত শুক্রবার কলকাতা লাগোয়া নিউ টাউনের কলকাতা ডিলাইট রেস্তোরাঁর মালিক আনিসুল আলমকে রেস্তোরাঁর ভিতরেই মারধরের অভিযোগ ওঠে বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। পরদিন পুলিশে অভিযোগ দায়ের করেন আক্রান্ত আনিসুল। অভিযোগ, সেই অভিযোগের তদন্ত করছে না পুলিশ। উলটে সোহম তাঁকে লাগাতার হুমকি দিচ্ছে। তার ওপর হামলার ঘটনায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে যথাযথ পুলিশি তদন্ত ও নিরাপত্তার দাবি জানান তিনি।

শুক্রবার সেই মামলার শুনানি হয়। রাজ্যের তরফে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যুক্তি দেওয়া হয়, ওই ব্যক্তি ঘটনার পরদিন এফাআইআর দায়ের করলেন কেন? কেন তিনি ঘটনার দু দিন পর মেডিক্যাল পরীক্ষা করিয়েছেন? যদিও এই যুক্তি মানতে চাননি বিচারপতি সিনহা। তিনি নির্দেশ দেন, এই এফআইআরের তদন্ত করবে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এজন্য একজন অ্যাসিস্টান্ট কমিশনের পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দল গঠন করতে হবে। আগামী ৪ জুলাই তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেবে পুলিশ। সেই সময়সীমা পর্যন্ত মামলাকারীর নিরাপত্তার দায়িত্ব নেবে বিধাননগর পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করেন সোহম। সেই ছবি ধরা পড়ে রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায়। আনিসুল আলমের দাবি, ঘটনার পর তাঁকে ডেকে পাঠায় টেকনো সিটি থানার পুলিশ। সেখানে তাকে একটি সাদা কাগজে ‘আমার কোনও অভিযোগ নেই’ লিখে সই করতে বলেন ওসি। পরদিন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে সংবাদমাধ্যমে শোরগোল শুরু হয়। এর পর রেস্তোরাঁয় পৌঁছন ওসি। সেখানে আক্রান্ত আনিসুলের অভিযোগ নথিভুক্ত করেন তিনি। মামলাকারীর আরও দাবি, ঘটনার পর তাঁর বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন সোহম। শুধু তাই নয়, তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিধায়ক।

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...