Sunday, January 11, 2026

উপনির্বাচনেও চারে চার, প্রার্থী তালিকায় চমক নিয়ে কী বললেন কুণাল

Date:

Share post:

আসন্ন বিধানসভা উপনির্বাচনে ৪ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)প্রার্থী হচ্ছেন, রায়গঞ্জে টিকিট দেওয়া হচ্ছে কৃষ্ণ কল্যাণীকে (Krishna Kalyani), রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করছে মুকুটমণি অধিকারীকে (Mukutmoni Adhikari) এবং বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। এরপরই দুপুরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)বলেন, এই ৪ কেন্দ্রেই তৃণমূল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বাংলার মানুষ এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশেই থাকবেন। বিধানসভার উপনির্বাচনে আরও ভাল ফল হবে বলে আশাবাদী তিনি।

মানিকতলা এবং বাগদাতে নতুন মুখ হিসেবে চমক দিয়ে দুই মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে কুণাল বলেন, তৃণমূল সবসময় মহিলা ক্ষমতায়নের দিকে জোর দেয়। লোকসভা ভোট হোক বা বিধানসভা সর্বত্রই মহিলাদের অংশগ্রহণকে প্রাধান্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থী তালিকাতেও তা স্পষ্ট।

বাকি দুই কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরও কেন বিধানসভাতেও তাঁদের উপর আস্থা রাখল দল? কুণাল জানান, লোকসভা আর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা। তৃণমূলের এতজন প্রার্থী জয়ী হয়েছেন, বিপুল জনসমর্থন মিলেছে। তারপরেও কিছু মানুষ সাময়িক বিভ্রান্তিতে হয়তো অন্যদলকে ভোট দিয়েছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এর সঙ্গে বিধানসভাকে গুলিয়ে ফেললে হবে না কারণ এই নির্বাচনের প্রেক্ষিত আলাদা। এই উপনির্বাচনে সরকার পরিবর্তন হচ্ছে না। এটা কোনও সরকার সংক্রান্ত নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট নয়। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার ছিল আছে থাকবে। এই কেন্দ্রগুলির বিধায়ক নির্বাচন করলে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গতি রেখে আরও বেশি করে উন্নয়নের কাজ করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে এই এলাকার অংশগ্রহণ জোরদার করতে মানুষ তৃণমূলকেই ভোট দেবেন, চারে চার হবে বলে আত্মবিশ্বাসী কুণাল।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...