Friday, August 22, 2025

অনির্দিষ্টকালের জন্য বন্ধ অ্যাক্রোপোলিস মল! অভিযোগ প্রমাণে কড়া শাস্তির হুঁশিয়ারি মেয়রের

Date:

আশঙ্কা ছিলই। শনিবার সেই আশঙ্কাকে সত্যি করেই এবার জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হল কসবার অ্যাক্রোপোলিস মল। শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কসবার এই শপিং মলের দরজা। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে চারতলার ক্ষতিগ্রস্ত এলাকা। কিন্তু কী কারণে আগুন লাগল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, শুক্রবারই ওই শপিং মলে গিয়ে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট দমকলের তরফে চেয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে কীভাবে এমন বিধ্বংসী আগুন লাগল তা জানতে মরিয়া দমকল কর্তৃপক্ষ। সেকারণেই শপিং মল কর্তৃপক্ষের কাছে অগ্নিকাণ্ডের আগের ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে দমকল। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর শপিং মল ও বহুতলগুলির যে রিপোর্ট জমা দেওয়ার কথা, তা দেওয়া হয়েছিল কি না সেই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হয়েছে।

তবে এখানেই শেষ নয়, অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া মানুষদের বের করার মতো দক্ষ কর্মী মজুত ছিলেন কি না, সেটাও মল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে বলে দমকলের ডিজি সূত্রে খবর। পাশাপাশি চেয়ে পাঠানো হয়েছে হয়েছে মক ড্রিলের প্রমাণও। উল্লেখ্য, শুক্রবারই কসবার শপিং মলের চারতলায় আগুন লাগে। সেইসময় তিনতলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল বলে জানা গিয়েছে। তার সঙ্গে আগুনের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। এছাড়াও মলের অগ্নিনির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সবদিক খতিয়ে দেখে আগুনের ঘটনায় কোনওরকম মামলা রুজু হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ফায়ার অডিট সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখার পরই শপিং মল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনা প্রসঙ্গে শনিবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ওই শপিং মলের সিঁড়িতে যদি কোনওভাবে আবর্জনা ডাঁই করে আটকে দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে মল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হবে। কোনও বহুতলের সিঁড়ি কিংবা ছাদ কখনই এভাবে দখল করা যায় না। এগুলো কমন প্লেস, অগ্নিকাণ্ড বা কোনও দুর্ঘটনার সময় আটকে পড়া মানুষকে উদ্ধার করার পথ। এখানে ওই সিঁড়ির রক্ষনাবেক্ষণের দায়িত্ব মল কর্তৃপক্ষের। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- মুক্তধারা মুক্তমঞ্চ! রবি ঠাকুরের স্মৃতি ধরে রাখতে বিশেষ উদ্যোগ হাওয়া অফিসের

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version