ঈদে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন, মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী

উৎসবের সময় যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। ঈদের (Eid) সময় রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পুলিশি (Police) বন্দোবস্ত করা হচ্ছে মহানগর জুড়ে। রুখতে রবিবার থেকেই রাস্তায় থাকবে বাড়তি পুলিশ বাহিনী। কলকাতার (Kolkata) মিশ্র এলাকায় পুলিশকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।পাশাপাশি নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান, জামা মসজিদ এবং রেড রোডের মতো স্থানে বাড়তি নিরাপত্তা থাকবে। উর্দিধারী পুলিশের পাশাপাশি চলবে সাদা পোশাকে নজরদারি। ঈদের নামাজ উপলক্ষ্যে বড় জমায়েত হয় এমন মসজিদে ২ জন করে DC নিরাপত্তার দায়িত্বে থাকছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে পুলিশ (Police) পিকেট।

অপ্রীতিকর ঘটনা রুখতে ঈদের দিন শহরের

  • স্পর্শকাতর এলাকাগুলিতে ৫৮টি পিসিআর ভ্যান টহল দেবে।
  • দিনরাত মিলিয়ে শহরে ২৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১৩টি কুইক রেসপন্স টিম, ৫৫টি মোটর সাইকেল টহল দেবে।
  • পার্ক, চিড়িয়াখানা, শপিং মল, নিউ মার্কেট ও সায়েন্স সিটির মতো জনবহুল স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
  • আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের ৯টি জায়গায় অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে।






Previous articleবাগদায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী? নাম শুনেই বিদ্রোহ গেরুয়া শিবিরে!
Next articleবিপ্লব দেব সন্ত্রাসের প্রতীক, বিজেপির ‘নজর ঘোরানো’ দলকে তুলোধোনা কুণালের