Tuesday, November 4, 2025

বাগদায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী? নাম শুনেই বিদ্রোহ গেরুয়া শিবিরে!

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) রেশ কাটতে না কাটতেই রাজ্যে বিধানসভা উপনির্বাচনের (Assembly By Election) দামামা। ১০ জুলাই ভোট গ্রহণ। সরকার পরিবর্তন না হলেও, এই ভোট রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। যেখানে সবচেয়ে বড় চমক বাগদা কেন্দ্র। এই আসনে তৃণমূল প্রার্থী মতুয়া ঠাকুর বাড়ির সদস্যা তথা সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা।

অন্যদিকে, রায়গঞ্জ জোট সঙ্গী কংগ্রেসের জন্য ছেড়ে বাকি তিন আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরাও। রানাঘাট (দক্ষিণ), বাগদা ও মানিকতলা কেন্দ্রের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। তিনটির মধ্যে দুটি আসনে লড়বে সিপিএম আর বাগদা আসনটি লড়বে ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক।

তবে এখনও পর্যন্ত কোনও কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শোনা যাচ্ছে, মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করতে পারে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। রায়গঞ্জে প্রার্থী হতে পারেন দেবশ্রী চৌধুরী। রানাঘাট দক্ষিণে চমক দিতে পারে পদ্ম শিবির। আর বাগদার জন্য রাজনৈতিক মহলে ঘুরছে একটি সোমা ঠাকুরের নাম। সোমা বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী।

সোমাকে মতুয়া অধ্যুষিত বাগদা থেকে প্রার্থী করার পিছনে বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের যুক্তি, যেহেতু ঠাকুর বাড়ি থেকে সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে প্রার্থীকে করেছে তৃণমূল, সেই অঙ্কেই শান্তনুর স্ত্রীকে বাগদায় টিকিট দিতে চায় বিজেপি। এদিকে এমন খবর চাউর হতেই ব্যাপক বিদ্রোহ দেখা দিয়ে বিজেপির অন্দরে। আজ, শনিবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের ক্ষোভের কথা সামনে আনলেন বাগদার বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের সাফ কথা, বাগদায় এবার বহিরাগত প্রার্থী মেনে নেওয়া হবে না। স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। কোনও বহিরাগত প্রার্থীর দায়িত্ব নেবেন না দলের স্থানীয় নেতা কর্মীরা।

এ প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সদস্যা সুপ্রিয়া শিকদারের প্রশ্ন, “বাগদায় কি বিজেপির যোগ্য নেতা নেই? কেন বারে বারে বাইরের প্রার্থী দেওয়া হবে?।একাধিক আসনে ভুল প্রার্থী দেওয়ার খেসারত তো লোকসভা ভোটে দিতে হল। তাতেও কি দলের শিক্ষা হল না?” বিজেপি যুবমোর্চার নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সঞ্জয় মল্লিক বলেন, “আমরা জানতে পেরেছি শান্তনু ঠাকুরের স্ত্রীকে বাগদায় প্রার্থী করা হবে। এর আগে নিজের ভাইকে বিধায়ক করেছেন। এবার বউ? এটা আমরা মেনে নেব না।”

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version